শিরোনাম
পাবজি বিশ্বকাপ খেলতে দুবাইয়ে বাংলাদেশি ৫ তরুণ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ১৬:০৮
পাবজি বিশ্বকাপ খেলতে দুবাইয়ে বাংলাদেশি ৫ তরুণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের পতাকাসহ বিশ্ব জয়ের প্রত্যয় নিয়ে পাবজি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ থেকে দুবাইয়ে গেলেন ‘এ-ওয়ান ই-স্পোর্টস’ এর ৫ সদস্য।


আগামী ২১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিতব্য এই খেলায় অংশ নেবেন এই দলের সদস্য-মো. শাকিল (সিনিস্টার), নাওমান আল রাফিদ (দান্তে), আবু হাসনাত আলাভি (সিক্সনাইন), হাসানুজ্জামান অভি (র‌্যাক্সজ্যাক্স) ও সৈকত রহমান (সৈকত)।


শুক্রবার দুপুরে দুবাইয়ের উদ্দেশে রওনা হন এই পাঁচ তরুণ। তাদের সঙ্গে আরো আছেন এ ওয়ান ই-স্পোর্টসের প্রতিষ্ঠাতা কাজী আরাফাত হোসেন। তিনি একই সঙ্গে পাবজি মোবাইল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেটর।


সূত্রমতে, এই টুর্নামেন্টের প্রাইজপুল নির্ধারণ করা হয়েছে ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা গিয়ে দাঁড়ায় ১৬ কোটি টাকার বেশি।


এবারের আসরে বিশ্বের সেরা ১৬টি দল অংশগ্রহণ করবে। গ্রুপ পর্বে আমেরিকা, ইউরোপ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীনসহ সব দেশের সেরা ২৪টি দল অংশগ্রহণ করেছে। সেখান থেকে শীর্ষ ১৬টি দল গ্রান্ড ফিনালে জায়গা করে নেয়। এরমধ্যে উন্নীত হয়েছে বাংলাদেশের এ-ওয়ান ই-স্পোর্টস।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com