শিরোনাম
অনলাইনে চলছে ‘গ্যাজেট কার্নিভাল’
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৬:১২
অনলাইনে চলছে ‘গ্যাজেট কার্নিভাল’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের গ্যাজেট ব্যবহারের হারও বেড়েছে অনেক। এখন সবারই নানা ধরনের গ্যাজেট কেনার প্রয়োজন হয়। তাই ঝামেলাহীনভাবে ঘরে বসে প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিপণ্য কেনার সুযোগ করে দিতে দেশের অন্যতম ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকমে শুরু হয়েছে প্রযুক্তিপণ্যের আসর ‘গ্যাজেট কার্নিভাল’।


শনিবার থেকে শুরু হওয়া কার্নিভালে চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। এই মেলা উপলক্ষে এখন প্রিয় শপে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় সব গ্যাজেটস। পরিশ্রম ছাড়া ঘরে বসেই প্রয়োজন অনুযায়ী এবং শখের প্রযুক্তিপণ্য কিনে নেয়া যাবে প্রিয়শপ থেকে।


সপ্তাহব্যাপী এই আয়োজনে পাওয়া যাচ্ছে দারুণ সব ল্যাপটপ, নোটবুক, বিভিন্ন ধরনের পেনড্রাইভ, ল্যাপটপ র‌্যাম, ডেস্কটপ র‌্যাম, নেটওয়ার্ক অ্যাডাপ্টর, ল্যান কার্ড, রাউটার, পোর্টেবল হার্ডডিস্ক, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ স্পিকার, ওয়্যারলেস টাচপ্যাড কিবোর্ড, ওয়্যারলেস মাউস অ্যান্ড মেটাল কিবোর্ড সেট, তারযুক্ত মাউস এবং কিবোর্ড, এলইডি মনিটর, পাওয়ার সাপ্লাই, পাওয়ার স্ট্রিপ, স্পিকার ইত্যাদি।


এগুলো ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে ইউএসবি ডেটা ক্যাবল, মোবাইলের কেস, মোবাইল ফোন, ইউনিভার্সাল ইউএসবি চার্জার, ইয়ারফোন, সেলফি গ্যাজেটস ইত্যাদি। কিচেন হোম অ্যাপ্লায়েন্স ও গিফট আইটেমে রয়েছে আধুনিক ও ইউনিক গ্যাজেটস।


এই গ্যাজেটগুলো প্রিয়শপ ডট কম থেকে বিশেষ ছাড়ে কেনা যাবে। সাধারণত অন্য জায়গায় এই জিনিসগুলোর যা দাম তার চেয়ে কম দামেই বিক্রি করবে প্রিয়শপ। সঙ্গে সুবিধা হিসেবে দেয়া হচ্ছে হোম ডেলিভারি সেবা।


কার্নিভাল চলাকালে প্রিয়শপ ডটকম থেকে এক হাজার টাকার বেশি পণ্য কিনলেই সবার জন্য রয়েছে নিশ্চিত উপহার। এই ই-কমার্স সাইটটি থেকে পণ্য কিনে মূল্য পরিশোধ করা যাবে ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং বিকাশে। বিকাশে মূল্য পরিশোধেও রয়েছে নিশ্চিত উপহার।


বিস্তারিত জানতে ভিজিট করুন- www.priyoshop.com এই ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com