শিরোনাম
অ্যাপে জানা যাবে স্মার্টকার্ডের সব তথ্য
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৫:৪০
অ্যাপে জানা যাবে স্মার্টকার্ডের সব তথ্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জনগণকে ডিজিটাল সুবিধা দিতে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্রের বিতরণ শুরু করেছে সরকার। প্রথম দফায় দেশের ১০ কোটি নাগরিক পাবেন এই স্মার্টকার্ড।


ব্যক্তির চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং ১০ আঙ্গুলের ছাপ দিয়ে তৈরি করা হয়েছে স্মার্টকার্ডটি। যা নিরাপত্তার দিকটি সর্বোচ্চ গুরুত্বসহকারে বজায় রাখবে। এই স্মার্টকার্ড ব্যবহার করে সহজেই নাগরিক সুবিধা পাওয়া যাবে।


আগামী ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সব নাগরিকের হাতে স্মার্টকার্ড বিতরণের লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন। তবে স্মার্টকার্ড কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন, তা নিয়ে বিপাকে আছেন অনেকেই।


এই ঝামেলা থেকে মুক্তি দিতে ‘মাই স্মার্টকার্ড’ নামের একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে দেশীয় স্মার্টফোন অ্যাপ্লিকেশন তৈরির প্রতিষ্ঠান মুমুস অ্যাপস। অ্যাপটি ব্যবহার করে এক ক্লিকেই জানা যাবে স্মার্টকার্ড কোথায় থেকে পাওয়া যাবে সেই তথ্য।


বিশেষ ফিচার হিসেবে অ্যাপটিতে রয়েছে স্মার্টকার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য। অ্যাপের মাধ্যমে সরাসরি ওয়েবসাইটে স্মার্টকার্ড সম্পর্কে জানা যাবে। সহজেই অ্যাপটি ব্যবহার করে এক ক্লিকে এসএমএস করে ভোটার আইডি কার্ড সম্পর্কে তথ্য জানা যাবে।


অ্যাপটিতে রয়েছে কল করে স্মার্টকার্ডের তথ্য জানার সুবিধা। অ্যাপটি অফলাইনেও কাজ করবে। তবে শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে স্মার্টকার্ডের তথ্য জানতে ইন্টারনেট সংযোগ লাগবে।
এসএমএসের মাধ্যমে স্মার্টকার্ডের তথ্য জানতে ফোনের অর্থ ব্যয় করতে হবে। অ্যাপটি বিনামূল্যে https://play.google.com/store/apps/details?id=com.mrubel.mysmartcardএই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com