শিরোনাম
হাইটেক পার্কে তৈরি হচ্ছে কিডনি ডায়ালাইসিস মেশিন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২০, ১৮:৪১
হাইটেক পার্কে তৈরি হচ্ছে কিডনি ডায়ালাইসিস মেশিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এবার দেশের মাটিতেই তৈরি হচ্ছে কিডনি ডায়ালাইসিস মেশিন। গাজীপুরের বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই মেশিন সংযোজন শুরু হয়েছে। সংযোজন করছে সোনার বাংলা ফাউন্ডেশন।


শনিবার (৫ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে সংযোজিত এই ডায়ালাইসিস মেশিন ডাক্তার মিলন পরিষদের কাছে হস্তান্তর করা হয়। এসবিএফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে ২ সদস্যের একটি টেকনিকেল টিম ঘানার রাজধানী আকরা সফরে যাচ্ছে ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও ডায়ালাইসিস মেশিন মেরামতের উপর ট্রেনিং নিতে।


প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এই কার্যক্রমের উদ্বোধন করেছেন।


সোনার বাংলা ফাউন্ডেশনের চেয়ার‌ম্যান মোহাম্মাদ ওয়াহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ইকরাম আহমেদ, এসবিএফ বাংলাদেশের গ্লোবাল অ্যাম্ব্যসেডর ও সঙ্গীত শিল্পী এসআই টুটুল ও সদস্য সচিব সাজ্জাদ রাশেদ।


বিবার্তা/গমেজ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com