শিরোনাম
কোন ফোন সেরা রেডমি নোট ৯প্রো, না রিয়েলমি ৭প্রো ?
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২০, ১৫:৩৭
কোন ফোন সেরা রেডমি নোট ৯প্রো, না রিয়েলমি ৭প্রো ?
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের বাজারে সম্প্রতি লঞ্চ করা হয় রেডমি নোট নাইন প্রো এবং রিয়েল মি সেভেন প্রো৷


ফোন দুটির দাম প্রায় পাশাপাশি। কাছাকাছি দাম থাকলেও ফিচার ও কোয়ালিটির দিকে থেকে কোন ফোনটা বেশি ভাল এ বিষয়ে এখানে তুলনামূলক আলোচনা করা হয়েছে৷


রেডমি নোট নাইন প্রো ফোনটির ডিজাইনে এক ধরনের প্রিমিয়াম লুক রয়েছে৷ পেছনে দেয়া হয়েছে গ্লাস ফিল্ড৷ উভয় পাশ কে প্রটেকশন করছে গরিলা গ্লাস ফাইভ।


হাতে নিয়ে এক ধরনের প্রিমিয়াম ফিলিংস অনুভব করা যাবে৷ বোঝাই যাচ্ছে ফোনটার শক্তপোক্ত।


অপরদিকে রিয়েল মি সেভেন প্রোতে ব্যবহার করা ডিজাইনটা বলতে গেলে বেশ ক্লাসিক৷ হাতে নিয়ে যে এক ধরনের প্রিমিয়াম ফিলিংস, সেটা আসতেও পারে, আবার নাও পারে৷ কারণ এটা ব্যবহারকারীর রুচিগত ব্যাপার৷


তবে এই ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে৷ যার কারণে ফোনটা নিয়ে মোটেও মনে হবে না যে এতবড় একটা ফোন হাতে ধরে রয়েছেন৷ সুতরাং যারা হালকা ফোন ব্যবহার করে স্বাচ্ছন্দ বোধ করেন তাদের জন্য এটি হতে পারে প্রথম চয়েস৷


রিয়েল মি সেভেন প্রোতে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চি ফুল অ্যামোলেড ডিসপ্লে৷ অপরদিকে রেডমি নোট নাইন প্রোতে ব্যবহার করা হয়েছে একটি আইপিএস এলসিডি ডিসপ্লে৷


তবে এই দুটি ফোনের কোন ফোন নেই ১২০ হার্জ অথবা ৯০ হার্জের রিফ্রেশিং প্যানেল থাকছে না৷ সুতরাং আপনারা যদি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করেন বা আপনি যদি মনে করেন অ্যামোলেড ডিসপ্লে এটাই আপনার জন্য পারফেক্ট হবে তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রথম চয়েজ হওয়া উচিত রিয়েল মি সেভেন প্রো।


কারণ সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনাকে দেবে সর্বোচ্চ এক্সপেরিয়েন্স৷


ক্যামেরার বিষয়ে বলতে গেলে এই দুইটি ফোনের ক্যামেরার মধ্যে তেমন কোন পার্থক্য নেই৷ ক্যামেরা থেকে শুরু করে ক্যামেরা পারফরম্যান্স দুইটিই প্রায় একই রকম।


কিছু কিছু ক্ষেত্রে রেডমি নোট নাইন প্রো ভালো পারফর্মেন্স দিয়েছে৷ আবার কিছু কিছু ক্ষেত্রে রিয়েল মি সেভেন প্রো ভালো পারফরম্যান্স করেছে।


তবে ডে লাইট, ফটো পারফরম্যান্স, শার্প্নেস, ফটো প্রসেসিং সিস্টেম সব মিলিয়ে যদি দুটি ফোনের মধ্যে তুলনা করা হয়, তাহলে সে ক্ষেত্রে কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি সেভেন প্রো৷


দুইটা ফোনের মতপার্থক্য কিন্তু আঠারো উনিশ বা উনিশ বিশ এই ধরনের তার বেশি কিছু নয়।


তবে সেলফি ক্যামেরা নিয়ে কিছু কথা বলা যায়। রিয়েল মি সেভেন প্রোতে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপরদিকে রেডমি নোট নাইন প্রোতে ব্যবহার করা হয়েছে ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা৷ তবে সেই ক্ষেত্রেও কিন্তু এগিয়ে রয়েছে রিয়েল মি সেভেন প্রো৷


এছাড়াও আরো কিছু পারফরম্যান্সের দিক রয়েছে৷ যেগুলোতে উভয় ফোন একই প্রসেসর, র‍্যাম, রোম ব্যবহার করেছে৷ তাই সব মিলিয়ে পারফরম্যান্স সমান সমান।


কেউ যদি ক্যামেরার দিকে বেশি আকৃষ্ট হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে রিয়েলমি সেভেন প্রো।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com