শিরোনাম
শাওমির পোকো সি৩ ফোনে রয়েছে যেসব ফিচার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ১৫:৫১
শাওমির পোকো সি৩ ফোনে রয়েছে যেসব ফিচার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শাওমির পোকো ব্র্যান্ডের আওতায় নতুন একটা স্মার্টফোন ‘পোকো সিথ্রি’। ডিভাইসটি বৈশ্বিক বাজারে সরবরাহ শুরু হয়েছে।


শাওমির পোকো ব্র্যান্ডের আওতায় আসা আগের ডিভাইসগুলোর চেয়ে আরো উন্নত এবং আকর্ষণীয় ডিজাইনের তৈরি করা হয়েছে ডিভাইসটি।


ফোনটির বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে এখানে আলোচনা করা হলো-


কাঠামো
প্লাস্টিকের তৈরি কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশ ১৬৪.৯x৭৭.১x৯ মিলিমিটার।


চিপসেট
১২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫।


র‌্যাম ও অভ্যন্তরীণ স্টোরেজ
৩ গিগাবাইট র‌্যাম সংস্করণে ৩২ গিগাবাইট ও ৪ গিগাবাইট র‌্যাম সংস্করণে ৬৪ গিগাবাইট অনবোর্ড স্টোরেজ।


ব্যাটারি
নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ১০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন


সেন্সর
অ্যাকসেলেরোমিটার, জাইরো, প্রোক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার।


ডিসপ্লে
৬ দশমিক ৪৩ ইঞ্চি আইপিএস এলসিডি। ডিসপ্লের রেজল্যুশন ৭২০×১৬০০ পিক্সেল।


কানেক্টিভিটি
ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি


নেটওয়ার্ক সমর্থন
জিএসএম, এইচএসপিএ, এলটিই;


সিম : ডুয়াল ন্যানো;


ওএস : অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২;


মেমোরি কার্ড : মাইক্রোএসডিএক্সসি;


রিয়ার ক্যামেরা : ১৩, ২ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল;


ফ্রন্ট ক্যামেরা : ৫ মেগাপিক্সেল সিঙ্গেল;


বিবাতা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com