শিরোনাম
ইনফিনিক্স জিরো এইটের স্পেসিফিকেশন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ১৫:০৬
ইনফিনিক্স জিরো এইটের স্পেসিফিকেশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইনফিনিক্স জিরো এইট নিয়ে শুরু থেকেই সকলের ভেতর আলাদা ধরনের একটা আগ্রহ ছিল৷ বাংলাদেশে এই ফোনটা যদিও এখনো লঞ্চ করা হয়নি কিন্তু তারপরেও ব্যবহারকারীদের মধ্যে এই ফোন নিয়ে ভীষণ আগ্রহ রয়েছে।


ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চির একটি জায়ান্ট ডিসপ্লে। যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। এবং এটি আইপিএস এলসিডি প্যানেলের তৈরি।


এ ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ৯০ হার্জ রিফ্রেশিং প্যানেল৷ ডিসপ্লের শার্পনেস অথবা কালার নিয়ে অভিযোগ করার মত কিছু নেই৷


ফোনটা হাতে নিয়ে বুঝতে পারবেন একটি জায়ান্ট আকারের ফোন হাতে ধরে রয়েছেন। তবে এর ওয়েট ডিসট্রিবিউশন ভালো থাকার কারণে হাতে নিয়ে কম্ফোর্টেবল ফিল হবে।


এটির ওজন ২১০ গ্রাম। পেছনের দিকের সম্পূর্ণ অংশটি প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে। তবে দেখে মনে হবে গ্লাস দিয়ে তৈরি। পেছনের ক্যামেরা সেট আপটি ডায়মন্ড শেপ এর। মূলত এই ফোনটি পাওয়া যাবে কালো, নীল এবং সবুজ রঙে।


ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং তার সাথে রয়েছে পাওয়ার বাটন। বলে রাখা ভালো এই ফোনটির পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে৷


উপরের দিকে কিছু নেই। তবে নিচের দিকে রয়েছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি স্পিকার এবং একটি হেডফোন জ্যাক৷ রয়েছে পাওয়ার বাটন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।


এই ফোনটিতে একসাথে ব্যবহার করা হয়েছে মোট ৬ টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেল। এর এবং তার সাথে রয়েছে ৮+২+২+৪৮+৪ মেগা পিক্সেলের আরো পাঁচটি ক্যামেরা। ক্যামেরা নিয়ে আলাদা ভাবে বলার কিছু নেই।


অফিশিয়ালি জানানো হয়েছে এই ফোনটিতে ইনফিনিক্স ক্যামেরার পেছনে বেশি ঘাম ঝড়িয়েছে। সুতরাং ক্যামেরার পারফরম্যান্স অসাধারণ হবে এটাই স্বাভাবিক।


মোবাইলের র‍্যাম হিসেবে ব্যাবহার করা হয়েছে ৮ জিবির র‍্যাম, এবং রোম হিসেবে ব্যাবহার করা হয়েছে ১২৮ জিবির রোম।


এ মোবাইলের ব্যাটারি হিসেবে থাকছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। ফোনটা ফুল চার্জ হতে ১ ঘণ্টা ২০ মিনিট সময়ের প্রয়োজন হয়। চার্জার হিসেবে থাকছে ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং টেকনোলজি সমৃদ্ধ একটি চার্জার।


ফোনটি বাংলাদেশ কবে লঞ্চ করা হবে, অথবা লঞ্চ করা হলে এর দাম কত হবে সেই সম্পর্কে এখনো কোনো তথ্য মেলেনি৷


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com