শিরোনাম
কম দামে ৬ জিবি র‌্যামে আসছে রিয়েলমি সি ১৭
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১৬:১১
কম দামে ৬ জিবি র‌্যামে আসছে রিয়েলমি সি ১৭
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমি বিগত কয়েকমাসে তাদের সি সিরিজে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে রিয়েলমি সি ১১, রিয়েলমি সি ১২, রিয়েলমি সি ১৫ উল্লেখযোগ্য।


এবার কোম্পানি শিগগিরই এই সিরিজের আরো নতুন একটি ফোনকে বাজারে আনছে।


বেঞ্চমার্ক সাইট গিকবেঞ্চে দেখা গেছে, কোম্পানির সি সিরিজের নতুন একটা ফোন রিয়েলমি সি ১৭। মডেল নম্বর RMX2101।


গতমাসে থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট, এনবিটিসি তে RMX2101 কে প্রথমবার দেখা গেছে।


গিকবেঞ্চ থেকে জানা গেছে, রিয়েলমি সি ১৭ ফোনে ১.৮০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর থাকবে। আবার এই ফোনে দেওয়া হবে ৬ জিবি র‌্যাম। আশা করা যায় ফোনটি লঞ্চের সময় ৪ জিবি র‌্যামের বিকল্পেও আসবে।


গিকবেঞ্চে রিয়েলমি সি ১৭ ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ২৫৩ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ১২৪৮ পয়েন্ট পেয়েছে। এছাড়া এই ফোন সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।


এদিক এনবিটিসি থেকে জানা গেছে, রিয়েলমির RMX2101 মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর থাকবে।


এখানেও ফোনটিকে ৬ জিবি র‌্যামের সাথে দেখা গেছে। যদিও রিয়েলমি সি ১৭ সম্পর্কে আর কোনো তথ্য আপাতত জানা যায়নি।


এখন দেখা যাক রিয়েলমি কবে তাদের এই নতুন ফোনের কথা সামনে আনে।


রিয়েলমি তাদের সি সিরিজে বরাবর বাজেট ফোন লঞ্চ করছে। এই সিরিজ এশিয়ার ও আফ্রিকার বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়।


আর করোনা ভাইরাসের কারণে মানুষ এমনিতেই এখন বেশি দামি ফোন কিনতে কম আগ্রহ দেখাচ্ছে। ফলে এই সময় রিয়েলমি চেষ্টা করছে যতসম্ভব সি সিরিজের স্মার্টফোন আনতে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com