শিরোনাম
বিশেষ কী রয়েছে আইফোন ১২ম্যাক্স প্রোতে?
প্রকাশ : ২২ অক্টোবর ২০২০, ১৭:৫৬
বিশেষ কী রয়েছে আইফোন ১২ম্যাক্স প্রোতে?
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রতি বছরের ন্যায় চলতি মাসের ১৩ তারিখ আইফোনপ্রেমীদের জন্য চারটি ফোন বাজারে নিয়ে আসে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এর মধ্যে আইফোন ১২ ম্যাক্স প্রো একটি।


নতুন ফোন নিয়ে অ্যাপলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। বিশেষ কী ফিচার আছে নতুন এই ফোনে? চলুন জেনে নেয়া যাক কেমন হবে আইফোন ১২ ম্যাক্স প্রো ফোনটি।


ফোনের বডি তৈরি হয়েছে স্টেইনলেস স্টিলের ফ্রেমে
মোবাইলটির বডি ডাইমেনশন ১৬০.৮×৭৮.১×৭.৪মিলিমিটার।মোবাইলটির ওজন ২২৮ গ্রাম।


মোবাইলটির সামনে এবং পিছনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস। মোবাইলটি তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিলের ফ্রেম দিয়ে।


মোবাইলটি সিঙ্গেল সিম ডুয়েল সিম উভয় ভেরিয়েন্ট পাওয়া যাবে। মোবাইলকে আইপি৬৮ ডাস্ট অথবা পানি প্রতিরোধী।


মোবাইলটি ৬মিটার পানির মধ্যে প্রায় ৬০ মিনিট পর্যন্ত থাকতে পারবে। তাই পানিতে পড়ে যাওয়া নিয়ে কোনো ভয় পেতে হবে না।


সুপার রেটিনা এক্স ডিয়ার ওলেড ডিসপ্লে
মোবাইলটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৭ইঞ্চির সুপার রেটিনা এক্স ডিয়ার ওলেড ডিসপ্লে।


ডিসপ্লেটির নিট ব্রাইটনেস ৮০০নিটস। যার অ্যাসপেক্ট রেশিও ২০ঃ৯।মোবাইল টি এইচ ডি আর ১০ সাপোর্টেড তাই নেটফ্লিক্সে এইচডি ভিডিও স্ট্রিমিং করা যাবে।


ডিসপ্লেটিকে সুরক্ষা দেয়ার জন্য অ্যাপল ব্যবহার করেছে scratch-resistant গ্লাস।


অপারেটিং সিস্টেম আইওএস ১৪
অ্যাপল তাদের নতুন ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করেছে তাদের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৪।


মোবাইলটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপল এ ১৪ বায়োনিক।


এটি একটি পাচ ন্যানোমিটারের হেক্সা কোর প্রসেসর। এটি অ্যাপলের তৈরি নতুন প্রসেসর।


মোবাইলটিতে জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে অ্যাপল জিপিইউ। এটি একটি ৪কোর গ্রাফিক্স।


মোবাইলটি তিন ভেরিয়েন্ট পাওয়া যাবে
মোবাইলটিতে স্টোরেজ হিসেবে তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাবে। ভেরিয়েন্ট তিনটি হচ্ছে ১২৮ জিবি ৬ জিবি র‌্যাম, ২৫৬ জিবি ৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি ৬ জিবি র‌্যাম।


সেলফি ক্যামেরা দিয়েও 4k ভিডিও করা যাবে
অ্যাপল অন্যান্য ব্র্যান্ডের মত শুধু ক্যামেরা কাউন্ট বাড়ানোর জন্য ক্যামেরা দেয় না।


অ্যাপল তাদের নতুন ডিভাইসের ক্যামেরা সেটআপ দিয়েছে কোয়াড ক্যামেরা। ক্যামেরা তিনটি যথাক্রমে ১২ মেগাপিক্সেল ওয়াইডলেন্স ১২ মেগাপিক্সেল এর টেলিফোটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড লেন্স।


ভিডিও করা যাবে 4k-24/40/60fps,1080P-30/60/120/240fps।সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল এর একটি লেন্স। এটি একটি sl ৩ডি সেন্সরযুক্ত।


সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে। 4k-24/40/60fps,1080P-30/60/120fps ।


মোবাইলটিতে স্টেরিও লাউডস্পিকার রয়েছে। মোবাইলটিতে রয়েছে ব্লুটুথ ৫.০। তবে দুঃখের কথা এখন আর তাদের মোবাইলে নিয়ে আসলো না ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।


মোবাইলটিতে ইউএসবি হিসেবে দেয়া হয়েছে ইউএসবি টু পয়েন্ট ও লাইটনিং কেবল। মোবাইলটিতে সিকিউরিটি হিসেবে দেওয়া হয়েছে থ্রিডি ফেস আনলক।


মোবাইলের ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে ৩৬৮৭ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। মোবাইলটি 20 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্টেড।


অ্যাপেল দাবি করছে মোবাইলটি ৩০ মিনিটের মধ্যে ৫০% চার্জ হয়ে যাবে। এছাড়া মোবাইল থেকে রচিত অসাধারণ ফিচার।মোবাইলটি ১৫ ওয়াটের ফাস্ট ওয়ারলেস চার্জার সাপোর্ট করে।


মোবাইলটি বাজারে পাওয়া যাবে চারটি রঙে। সিলভার, গ্রাফিট, গোল্ড এবং পেছিফিক ব্লু।


মোবাইলটি কবে নাগাদ বাংলাদেশে অফিসিয়ালি আসবে তার সম্পর্কে কোন কিছু জানা যায়নি।মোবাইল টির দাম প্রায় ১২২০ ইউরো।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com