শিরোনাম
ফরচুন গ্লোবাল র‌্যাংকিংয়ে হুয়াওয়ের স্থান ৪৯তম
প্রকাশ : ১৫ আগস্ট ২০২০, ১৬:১৯
ফরচুন গ্লোবাল র‌্যাংকিংয়ে হুয়াওয়ের স্থান ৪৯তম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো ফরচুন গ্লোবাল ৫০০ প্রতিষ্ঠানের শীর্ষ ৫০-এ স্থান পেয়েছে তথ্যপ্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। চলতি বছর তালিকায় ৪৯তম অবস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।


ফরচুনের প্রতিবেদনে বলা হয়, ‘ভূ-রাজনৈতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও গত বছর হুয়াওয়ের নিট মুনাফা বৃদ্ধি পায় ৫.৬ শতাংশ এবং বছর প্রতি হিসেবে চলতি বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় বেড়েছে ১৩.১ শতাংশ।’


বিভিন্ন প্রতিষ্ঠানের রাজস্ব, মুনাফার ওপর নির্ভর করে ফরচুন প্রতিবছর ৫০০ প্রতিষ্ঠানের এ র‌্যাকিং প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানগুলোর তুলনামূলক আকারও বিবেচনায় নেওয়া হয়।


এর আগে, বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি) চলতি বছরের সেরা ৫০টি উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে।


এ তালিকায় ৪২ ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে আসে হুয়াওয়ে। ২০১২ সালে প্রথমবারের মতো এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়া হুয়াওয়ের জন্য এখন পর্যন্ত এ তালিকায় এটিই সর্বোচ্চ সাফল্য।


বিবার্তা/গমেজ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com