শিরোনাম
নতুন বৈদ্যুতিক বাইকের দাম ১৮ লাখ টাকা
প্রকাশ : ১৫ আগস্ট ২০২০, ১৩:৪২
নতুন বৈদ্যুতিক বাইকের দাম ১৮ লাখ টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেশি সিসি ও বড় ইঞ্জিনের বাইকে বেশি তেল খরচ হয়। তাই বাজারে দিন দিন বাড়ছে ইলেকট্রিক মোটর সাইকেলের চাহিদা। একারণেই বিভিন্ন কোম্পানি বাজারে তাদের নতুন নতুন মডেলের বৈদ্যুতিক বাইক আনছে।


এবার এভোকে মোটরসাইকেলও তাদের নতুন বৈদ্যুতিক বাইক লঞ্চ করলো। কোম্পানির এই বাইকের নাম ৬০৬১।


বৈদ্যুতিক বাইকের কথা বললে আমাদের প্রথমেই মনে আসে এর রেঞ্জ। আর এখানেই বিশেষ হয়ে উঠেছে এভোকে ৬০৬১। তবে এভোকে ৬০৬১ সেরা বৈদ্যুতিক বাইকগুলির মধ্যে একটি।


এটি একবার চার্জে শহরে ৪৭০ কিমি চলতে পারে। যদিও হাইওয়েতে বাইকটি ২৬৫ কিমি যেতে পারে। এই রেঞ্জ বিশ্বের দামি বৈদ্যুতিক গাড়ি Harley-Davidson Livewire এর সমান বললেই চলে।


শুধু তাই নয়, এভোকে ৬০৬১, H D Livewire কে স্পিডের ক্ষেত্রেও পরাজিত করেছে। এতে আছে ১২০ কিলোওয়াট মোটর, যেটি সর্বোচ্চ ২৩০ কিমি প্রতি ঘন্টা যেতে পারে।


এই বাইকে আছে ২৪.৮ কিলোওয়াটআওয়ার ব্যাটারি। এবার আপনি নিশ্চই ভাবছেন যে বাইকটি নিশ্চই চার্জ করতে অনেক্ষণ সময় লাগবে। মোটেই নয়, আপনি এই বৈদ্যুতিক বাইকটি ডিসি ১২৫ ওয়াট ফাস্ট চার্জার দিয়ে মাত্র ১৫ মিনিটেই ০-৮০ শতাংশ চার্জ করতে পারবেন।


এভোকে ৬০৬১ আপাতত আমেরিকার বাজারে পাওয়া যাচ্ছে। এর দাম প্রায় ১৮ লাখ টাকা।


তবে বাইকটি এখনো ভারতের বাজারে আসেনি। এখন দেখার বিষয় হলো, এই প্রিমিয়াম বৈদ্যুতিক বাইকটি ভারতে আসে কিনা।



বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com