শিরোনাম
ব্রাজিলে বিসিএস-সিআইএসএ চুক্তি স্বাক্ষর
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১৮:৩৮
ব্রাজিলে বিসিএস-সিআইএসএ চুক্তি স্বাক্ষর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে সম্প্রতি অনুষ্ঠিত তথ্য প্রযুক্তির বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি’র (ডব্লিউসিআইটি) ২০তম সম্মেলনে বিসিএস এবং ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোশিয়েশন অব চায়নিজ তাইপের (CISA) মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।


বাংলাদেশ প্রতিনিধিদের আয়োজনে বিজনেস টু বিজনেস মিটিংয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক এবং সিসা চেয়ারম্যান ওয়াইভন্নি চিউ নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


চুক্তির আওতায় দুই দেশের ব্যবসা উন্নয়ন ও প্রচার এবং আইসিটি শিল্পের ক্ষেত্রে তৈরী বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে সহয়তা করা হবে।


তাইওয়ানের অর্থনীতি বিষয়ক ভাইস মিনিস্টার ইয়াং উয়েই ফুসহ তাইওয়ান প্রতিনিধি দল চুক্তি সাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন।


গত ৫ অক্টোবর সিআইসিবি আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ডব্লিউসিআইটি সম্মেলন উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আইসিটি ডিভিশন এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহায়তায় ২৩ সদস্যের একটি দল ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) এর সদস্য হিসেবে এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।


প্রতিনিধি দলের মধ্যে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ, বিজনেস প্রমোশন কাউন্সিলের কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ, উপ-সচিব মাহবুবা পান্না, বিসিএস এর মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, পরিচালক মো. শাহিদ-উল-মুনির উপস্থিত ছিলেন।


বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com