শিরোনাম
সচল হলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন ডাকডাকগো
প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ১৭:৪৩
সচল হলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন ডাকডাকগো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেশ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় সচল হলো ভারতের জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্রাইভেসি ব্রাউজার ডাকডাকগো।


সম্প্রতি ভারত সরকার কর্তৃক ৫৯টি চীনা অ্যাপ্লিকেশন বন্ধ হওয়ার পর দেশের একাংশ ইউজার জানিয়েছিলেন এই ব্রাউজারে আর অ্যাক্সেস করা যাচ্ছে না। তবে এখন ব্রাউজারটিতে অ্যাক্সেস করা যাচ্ছে।


সংস্থার সূত্রে জানা গেছে, এই ব্রাউজারটি কিছু আইএসপি এর মাধ্যমে ব্লক হয়ে গিয়েছিলো, তবে এখন ইউজাররা এটি অ্যাক্সেস করতে পারবেন।


ব্রাউজারটি এখন কেবল এয়ারটেল নেটওয়ার্কে অ্যাক্সেসযোগ্য। সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এখনও ডাকডাকগো ব্রউজারকে ব্লক করে রেখেছে। তাই কিছু এসিটি ফাইবারনেট এবং ভোডাফোন ইউজার, এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন।


ডাকডাকগো ব্রাউজারটি কেনো ভারতে ব্লক হয়েছিলো তা এখনো পরিষ্কার নয়। অনেকে মনে করছেন হয়তো এটি ভারত সরকারের সিদ্ধান্ত, ৫৯টি চীনা অ্যাপের সাথে এই ব্রাউজারটিকেও বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার কেউ কেউ বলছেন ঘটনাটি ডিএনএস এন্ট্রি সম্পর্কিত।


সম্প্রতি একটি টুইট পোস্ট করে ডাকডাকগো সংস্থাটি দেশে এটির পরিষেবা সচল হওয়ার বিষয় নিশ্চিত করেছে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com