শিরোনাম
মার্স মিশনে যাচ্ছে ‘হেলিকপ্টার ইনজেনুইটি’
প্রকাশ : ০৪ জুলাই ২০২০, ১৭:৩২
মার্স মিশনে যাচ্ছে ‘হেলিকপ্টার  ইনজেনুইটি’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মঙ্গল গ্রহে হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য বিমান উড়তে পারে কিনা তা প্রমাণ করতে সেখানে যাচ্ছে ‘হেলিকপ্টার ইনজেনুইটি’। এছাড়া মঙ্গলের ভূমিতে ইমেজ ডাটা অ্যানালাইসিসের কাজও করবে কপ্টারটি।


১.৮ কেজি ওজনের সোলার পাওয়ার চালিত এই কপ্টারটিতে রয়েছে অত্যাধুনিক ওয়ারলেস সিস্টেম, সাধারণ হেলিকপ্টারের ব্লেড ৪৫০-৫০০ আরপিএম এ রোটেট করতে পারলেও ইনজেনুইটির রোটেশনাল স্পিড ২৪০০ আরপিএম! এছাড়াও রয়েছে কম্পিউটার, সেন্সর এবং দুটি ক্যামেরা।


হাই অল্টিটিউড এ হেলিকপ্টার ক্ষেত্রে ৪০০০০ ফিট ওয়ার্ল্ড রেকর্ড, প্লেন ৮৫০০০ ফিট, কিন্তু অবিশ্বাস্য ইনজেনুইটি ১ লক্ষ ফিট ( ৩০.৫ কিলোমিটার) উচ্চতায় ও ফ্লাই করতে পারে। এর কারণ মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় অনেক পাতলা। পৃষ্ঠের চাপ প্রায় ৬১০ পাস্কাল (০.০৮৮ পিএসআই) যা পৃথিবীর মানের ১% এরও কম! সূত্র: নাসা;


লেখক : আরিফুল হাসান অপু, প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং পরিচালক, স্পেস ইনোভেশন ক্যাম্প।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com