শিরোনাম
গ্রামের মানুষও আজ ইন্টারনেটের আওতায়: পলক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১৫:৪২
গ্রামের মানুষও আজ ইন্টারনেটের আওতায়: পলক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তৃণমূলপর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ইন্টারনেট এখন অনেক সহজলভ্য হয়েছে। ফলে ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশের তরুণরা অনেক উদ্ভাবনী কাজ করছে।


তিনি বলেন, সাত বছর আগেও বাংলাদেশে থ্রিজি নেটওয়ার্ক সহজসলভ্য ছিল না। সেখানে সরকার দেশের সকল ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে। যার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ দুই শতাধিক সেবা পাচ্ছেন।


প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করে কিভাবে সুবিধাভোগ করতে পারে এবং এর অপব্যবহার থেকে দূরে থাকবে সে বিষয়ে দেশজুড়ে নানা ধরনের কর্মসূচি পরিচালিত হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সাথে নিয়ে সরকারিভাবে আমরা আরও নতুন নতুন উদ্যোগ নিতে চাই।


শনিবার বিকেলে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে গ্লোবাল নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন ফর প্রগ্রেসিভ কমিউনিকেশনস (এপিসি)’র এশিয়া আঞ্চলিক সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


পলক বলেন, বর্তমান সরকারের হাত ধরেই দেশে তথ্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান শুরু হয়েছে। তরুণ প্রজন্মকে নতুন কৌশল ও দূরদর্শী চিন্তাভাবনা দিয়ে এই উদ্যোগকে এগিয়ে নিতে হবে। ইতিমধ্যে তরুণ প্রজন্মের মধ্যে সেই ধরনের সক্ষমতাও তৈরি হয়েছে।


তিনি আরও বলেন, ‘আমাদের সরকার ডিজিটাল অগ্রযাত্রার জন্য তিনটি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। অ্যাকসেসেবিলিটি, অ্যাভেইলেবিলিটি এবং অ্যাফোর্ডেবিলিটি। এগুলো বাস্তবায়িত হলে ২০১৮ সালের মধ্যে দেশের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট কানেটিভিটির আওতায় আসবে’।


অ্যাসোসিয়েশন ফর প্রগ্রেসিভ কমিউনিকেশনস (এপিসি) এর এশিয়া রিজিওনাল সম্মেলন ২০১৬ প্রথমবারের মত ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন শনিবার শেষ হয়েছে। বাংলাদেশের এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটি (বিএফইএস) পরিচালিত আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প।


অবাধ তথ্য প্রবাহ, তথ্যের নিরাপত্তা, সবার জন্য ইন্টারনেট সুবিধার মতো বিষয়গুলো নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভারত, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের ১৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নিজেদের নানা উদ্যোগ নিয়ে উপস্থাপনা, বাস্তবায়ন ও প্রতিবন্ধকতার নানা দিক তুলে ধরেন।সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এশিয়ার জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ ১১টি দেশের অতিথি উপস্থিত ছিলেন।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com