শিরোনাম
টেলিফোনে স্পিচ থেরাপি সেবা দেবে কথাবন্ধু
প্রকাশ : ০৭ জুন ২০২০, ১৪:৩০
টেলিফোনে স্পিচ থেরাপি সেবা দেবে কথাবন্ধু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে সবাই যখন ঘরে বন্দী তখন বিপদে আছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। বিশেষ করে যাদের স্পিচ থেরাপির প্রয়োজন হয় তারা থেরাপিস্টের পরামর্শ বা সেবা নিতে পারছেন না। করোনা মহামারীর সময়ে বিশেষ শিশুদের জন্য Speech & Language Therapy বিষয়ক টেলিথেরাপি সেবা দেবে "কথাবন্ধু"। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগিতায় এই বিশেষ সেবা চালু হয়েছে।


এই বিষয়ে কথাবন্ধুর উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন শান্তা তাওহিদা বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতির কারণে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রাত্যহিক রুটিনে অসামঞ্জস্যতা দেখা দিয়েছে। তারা স্কুলে যেতে পারছে না এমনকি নিয়মিত স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি সেবা নিতে পাচ্ছে না। অটিজম, ডাউন সিনড্রোম, সেরেব্রাল পলসি, বাক ও শ্রবণ প্রতিবন্ধকতাসহ ভাষিক যোগাযোগের ক্ষেত্রে সমস্যা রয়েছে এমন বিশেষ শিশু ও ব্যক্তিদের সেই অসুবিধার কথা বিবেচনা করে যোগাযোগ বৈকল্য বিভাগের স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টদের সমন্বয়ে চালু হলো টেলিথেরাপি সেবা।


সম্মানিত অভিভাবকগণ ফোন করে পরামর্শ নিতে পারবেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দৈনন্দিন রুটিনের সামষ্টিক সমস্যাসমূহ উল্লেখপূর্বক সমাধান পেতে পারেন। এর পাশাপাশি ভাষিক যোগাযোগের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে এমন সব বয়সী মানুষের স্পিচ থেরাপি সংক্রান্ত সেবা দেবে কথাবন্ধুর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্টগণ।


'কথাবন্ধু'-র উপদেষ্টা হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। কথাবন্ধু উদ্যোগ সম্পর্কে অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, করোনা মহামারির কারণে সব বন্ধ থাকায় সামাজিক বিজ্ঞান অনুষদের যোগাযোগ বৈকল্য বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। ডাউন সিনড্রোমে আক্রান্তসহ নানারকম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যারা থেরাপিস্টের কাছে যেতে পারছেন না তাদের টেলিফোনে থেরাপি বিষয়ক পরামর্শ দেয়া হচ্ছে।


কথাবন্ধুদের পরামর্শ দেবেন যোগাযোগ বৈকল্য বিভাগের সম্মানিত শিক্ষকগণ। প্রধান পরামর্শক হিসেবে কথাবন্ধুর সাথে আছেন যোগাযোগ বৈকল্য বিভাগের অধ্যাপক ড. হাকিম আরিফ, পরামর্শক হিসেবে আছেন বিভাগের প্রভাষক জনাব সোনিয়া ইসলাম এবং জনাব শারমিন আহমেদ।


কথাবন্ধুর পরামর্শক যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষক শারমিন আহমেদ বলেন, কথাবন্ধু এক‌টি প্রশংসনীয় উদ্যোগ। বিভা‌গের চেয়ারপার্সন জনাব তাওহিদা জাহা‌নকে ধন্যবাদ। ক‌রোনাভাইরা‌সের মহামারী মোকা‌বেলায় সক‌লে কাঁধে কাঁধ মি‌লি‌য়ে কাজ ক‌রতে হবে। যোগা‌যোগ খুবই সহজ আবার খুবই জ‌টিল বিষয় । কারণ প্র‌তি‌টি বার্তাই নিগূঢ়ভাবে বোঝা জরুরী। সে ব্যাপা‌রে আশা ক‌রি আমাদের বিভাগের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গু‌য়েজ থেরা‌পিস্ট শিক্ষার্থীরা সতর্ক থাক‌বে। বর্তমান বাস্তবতায় টে‌লি‌থেরা‌পি বেশ চ্যা‌লে‌ঞ্জিং। তারপরও আমাদের শিক্ষার্থীদের সবাই‌কে গাইড করার জন্য আমরা সার্বক্ষ‌নিক পা‌শে আছি।


এছাড়াও কথাবন্ধুদের পরামর্শ দেবেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্লিনিক্যাল স্পিচ থেরাপিস্ট সাদ সাইদুর রহমান ও পাইজার, বিউপির শিক্ষক ও স্পিচ থেরাপিস্ট রেহানা আখতার।


স্পিচ থেরাপিস্ট সাদ সাইদুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে বাংলাদেশের বাস্তবতায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্পিচ থেরাপি সেবার অ্যাক্সেসিবিলিটি। অনলাইন প্লাটফর্মে কথাবন্ধুর এ প্রচেষ্টা স্পিচ থেরাপিকে মানুষের কাছে অনেক বেশি সহজলভ্য করলো। এ সার্ভিস শুধু বিশেষ শিশুদের জন্য প্রযোজ্য নয়। এর থেকে উপকৃত হতে পারেন স্টামারিং এবং অ্যাফাজিয়া রোগীরাও। কারণ তারা তাদের শারীরিক অসুস্থতার জন্য অথবা অর্থনৈতিক কারণে এই সেবা গ্রহণ করতে পারেন না। অনলাইনের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের রোগীদের সঠিকভাবে চিকিৎসা প্রদান করা সম্ভব হয়। ধন্যবাদ যোগাযোগ বৈকল্য বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দদের যারা সৃষ্টিকর্তার ইচ্ছায় এরকম সুন্দর একটা প্রজেক্ট হাতে নিয়েছেন।


এখানে উল্লেখ্য যে, শিক্ষক ও স্পিচ থেরাপিস্টদের সমন্বিত বিশেষজ্ঞ পরামর্শক দলের নেতৃত্বে যোগাযোগ বৈকল্য বিভাগের ২০ জন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এই টেলিথেরাপি সেবা দিয়ে থাকেন। মাস্টার্সের শিক্ষার্থীদের পাশাপাশি যোগাযোগ বৈকল্য বিভাগের অনার্সের বর্তমান শিক্ষারথীরাও কথাবন্ধুর সাথে যুক্ত রয়েছে আছেন।


কথাবন্ধুর হেল্পলাইন নম্বর: ০১৩০৩১৫৯৫৫৯, ০১৩০৩১৫৯৫৫৭, ০১৯২৮৩২৫৪২৫, ০১৫৫৩৮২১৮৬৪।


এছাড়াও কথাবন্ধুর ঠিকানায় ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। ইমেইল: [email protected]


বিস্তারিত জানতে সংযুক্ত হতে পারেন ‘কথাবন্ধু’-র ফেসবুক পাতায়। https://www.facebook.com/groups/238652924077897/


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com