শিরোনাম
বিএস৬ ভার্সনে এলো সুজুকির জিক্সার ২৫০ সিসি
প্রকাশ : ৩০ মে ২০২০, ১৮:০৮
বিএস৬ ভার্সনে এলো সুজুকির জিক্সার ২৫০ সিসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাইকপ্রেমীদের কাছে পরিচিত ব্র্যান্ডের নাম সুজুকি। সম্প্রতি ভারতে বিএস৬ ভার্সনে এলো সুজুকির নতুন জিক্সার বাইক। মডেল জিক্সার ২৫০ সিসি।


একই সঙ্গে পাওয়া যাচ্ছে জিক্সার এসএফ ২৫০। তবে নতুন মোটরসাইকেলের লুকস ও ফিচারে কোন পরিবর্তন হচ্ছে না।


আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন মোটরসাইকেল ডেলিভারি শুরু হবে। ইতোমধ্যেই ভারতে ৫০ শতাংশ ডিলারশিপে কাজ শুরু হয়েছে।


বিএস৬ ভার্সনের বাইক দুটিতে রয়েছে ২৪৯ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ২৬ বিএইচপি শক্তি এবং ২২.২ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে সিক্স স্পিড ট্রান্সমিশন গিয়ারবক্স।


এই দুই মোটরসাইকেলের সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে মনোশক সাসপেনশন থাকছে।


দুটি মোটরসাইকেলেই ১৭ ইঞ্চি চাকা ব্যবহার করেছে জাপানের কোম্পানিটি। দুই চাকার সঙ্গেই ডিস্ক ব্রেক থাকছে।


২৫০ সিসির জিক্সারের দাম ১.৬৩ লাখ রুপি। জিক্সার এসএফ ২৫০ এর দাম ১.৭৪ লাখ রুপি।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com