শিরোনাম
চলছে ডিজিটাল মার্কেটিং সামিট
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১১:১৫
চলছে ডিজিটাল মার্কেটিং সামিট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিজেদের সেবা ও সেবা সংক্রান্ত তথ্য নিয়ে শনিবার রাজধনীর লা মেরিডিয়ান হোটেল শুরু হলো ডিজিটাল মার্কেটিং সামিট। ‘ডিজিটাল বিপণনের রহস্য উন্মোচন’ এই স্লোগান নিয়ে দিনব্যাপী সম্মেলনটি আয়োজন করছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।


সম্মেলন চলাকালে অন স্পট ক্যাম্পেইন বুকিংয়ে ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং ক্যাশব্যাক সুবিধা দিবে মোবিরিচ। সম্মেলনের পরবর্তী ৩০ দিন পর্যন্ত এই ক্যাশব্যাক অফারের মেয়াদ থাকবে। তবে ক্যাম্পেইনের আকারের ওপর নির্ভর করে ক্যাশব্যাক অফারটি পরিবর্তিত হবে।


মোবিরিচ দেশের ৩০০টির বেশী প্রতিষ্ঠানকে ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে আসছে। এই প্লাটফর্মটি ব্র্যান্ডগুলোকে তাদের কাঙ্খিত গ্রাহকের কাছে এসএমএস ও ভয়েস চ্যানেলের মাধ্যমে পৌঁছাতে সাহায্য করে। ভৌগলিক, জনমিতি, আচরণগত ও মনস্তাত্ত্বিক নানা বিষয় বিবেচনায় নিয়ে গ্রাহক নির্বাচন করা হয়। মোবিরিচের মাধ্যমে ব্র্যান্ডগুলো ইউনিকোড উপযোগী ও দ্রুততম সময়ে সাড়া দিবে এমন ভাউচার ব্যবহার এবং উন্মোচন করতে পারবে।


শুধু ব্র্যান্ড বা ব্যবসাতেই নয়, অলাভজনক সামাজিক ব্যবসায় ও সরকারি প্রতিষ্ঠানেও ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব বাড়ছে। জনগণের সাথে অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে ডিজিটাল মার্কেটিং অনন্য সেবা দিচ্ছে। এই দিকটি বিবেচনায় নিয়ে তৃতীয়বারের মত ডিজিটাল বিপণন সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।


সম্মেলনে ‘ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে গ্রাহকদের সাথে অর্থবহ সংযোগ তৈরি’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে মোবাইল ফোন অপারেটর রবির কান্ট্রি হেড ফর ডিজিটাল সার্ভিসেস মোহাম্মদ মানজুর রহমান উপস্থিত থাকবেন। আরো উপস্থিত থাকবেন- মেহেদি হাসান, মনিরুল কবির, সৈয়দ তানজিম রেজওয়ান, সোলায়মান সুখন এবং রিদওয়ান হাফিজ।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com