শিরোনাম
বাজারে প্রথম পিসি মনিটর আনলো রেডমি
প্রকাশ : ২৮ মে ২০২০, ১৭:২৩
বাজারে প্রথম পিসি মনিটর  আনলো রেডমি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্মার্টফোন তৈরির পাশাপাশি এবার গ্রাহকদের অনেকটা অবাক করে দিয়ে প্রযুক্তি বাজারে পিসি মনিটর নিয়ে এলো চীনা প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী কোম্পানি রেডমি।


সম্প্রতি কোম্পানিটি তাদের প্রথম পিসি মনিটর বাজারে ‍ উন্মোচন করেছে। মডেল রেডমি ডিসপ্লে ১এ। আকর্ষণীয় ডিজাইন এবং সাশ্রয়ী দামে ডিসপ্লেটি বাজারে এসেছে।


রেডমি ডিসপ্লে ১এ মনিটরটিতে ব্যবহার করা হয়েছে ২৩.৮ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল। এর ব্রাইটনেস ২৫০ নিটস। আর রিফ্রেশ রেট ৬০ হার্জ।


রেডমি ডিসপ্লে ১এ-তে ৭.৩ মিমি অত্যন্ত চিকন সাইড বেজেল রয়েছে। এর ফলে এটি মাল্টি মনিটর সেটআপ হিসেবে ব্যবহার করা যাবে। তবে ডিসপ্লেটির নিচের অংশ কিছুটা বড়।


ডিসপ্লেটির পেছনে রয়েছে এইচডিএমআই কানেক্টর এবং ভিজিএ পোর্ট।


চীনের বাজারে রেডমি ডিসপ্লে ১এটির দাম ধরা হয়েছে ৫৯৯ ইউয়ান যা বাংলাদেশে কেউ কিনতে গেলে তাকে গুনতে হবে ৭ হাজার ১০৫ টাকা।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com