শিরোনাম
মোবাইল এসএমএসে মিলবে করোনা রিপোর্ট
প্রকাশ : ২১ মে ২০২০, ১৪:০৯
মোবাইল এসএমএসে মিলবে করোনা রিপোর্ট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) জনিত রোগ পরীক্ষায় স্বাস্থ্য অধিদফর থেকে পাঠানো অফিসিয়াল এসএমএস স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থানে অফিসিয়াল রিপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে।


বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ‘মোবাইল ফোন নাম্বারে এসএমএস আকারে কোভিড-১৯ পরীক্ষার (পিসিআর) রিপোর্ট প্রেরণ’ সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, বিভিন্ন ল্যাবরেটরিতে কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল, পরীক্ষা সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা থেকে নমুনা সংগ্রহের সময়ে দেওয়া ব্যক্তির মোবাইল ফোন নম্বরে এসএমএস আকারে নিয়মিতভাবে পাঠানো হচ্ছে।


গ্রামীণফোন গ্রাহকেরা MIS, DGHS শিরোনামে এবং অন্যান্য অপারেটর ব্যবহারকারীরা ০১৭২৯০২৪৬১২ নাম্বার থেকে এসএমএসটি পাবেন।


এসএমএসটি স্বাস্থ্য অধিদফর থেকে পাঠানো অফিসিয়াল এসএমএস এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থানে অফিসিয়াল রিপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে।


এ ব্যাপারে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং কোভিড-১৯ টেকনিক্যাল কমিটি ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের সভাপতি অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com