শিরোনাম
বিসিএস নির্বাচনে ‘সমমনা ৭’ প্যানেল বিজয়ী
প্রকাশ : ১৪ মার্চ ২০২০, ২১:৫৯
বিসিএস নির্বাচনে ‘সমমনা ৭’ প্যানেল বিজয়ী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কম্পিউটার সমিতি ( বিসিএসের)-এর ২০২০-২২ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সমমনা ৭ প্যানেল। সংগঠনটির কার্যনির্বাহী ৭ পরিচালক পদের মধ্যে ৫টিই পেয়েছে প্যানেলটি। বাকি দুটি পদ পেয়েছে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল।


শনিবার (১৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টিআই এম নূরুল কবির।


সমমনা ৭ প্যানেল হতে জয় হয়েছেন ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো. শাহিদ-উল-মুনীর (৫৬৮ ভোট), স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মুজাহিদ আলবেরুনি সুজন (৫৪৯ ভোট), স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন (৫৫২ ভোট), অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন (৪৮৭ ভোট) ও কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম (৫৬০ ভোট)।


অন্যদিকে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল হতে জয় পেয়েছেন স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা (৫৫১ ভোট) এবং সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া (৬১৮ ভোট)।


এবার নির্বাচনে মোট ভোট পড়েছে ১০৩৪টি। মোট ভোটার ছিলেন ১১২৬ জন। এবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন স্পিনোভেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিআইএম নূরুল কবীর।


বিবার্তা/উজ্জল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com