শিরোনাম
পালসার সিরিজের নতুন বাইক
প্রকাশ : ১৪ মার্চ ২০২০, ১৮:০১
পালসার সিরিজের নতুন বাইক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাজার দখলে নতুন মডেলের একটি পালসার সিরিজের বাইক নিয়ে এলো বাজাজ। নাম রাখা হয়েছে পালসার এনএস ১৬০।


সম্প্রতি এক রিপোর্ট থেকে জানা গেছে, ২০২০বিএস৬ বাজাজ পালসার এনএস ১৬০-এ ১৭ বিএইচপি শক্তি পাওয়া যাবে। বিএস৪ মডেলে ১.১৫ বিএইচপি শক্তি পাওয়া যেত। আগের মতোই বিএস৬ ভেরিয়েন্টে একটি ১৬০সিসি ইঞ্জিন থাকবে।


১.৫ বিএইচপি বেশি শক্তির কারণে এই মুহূর্তে ১৬০সিসি সেগমেন্টের সবথেকে শক্তিশালী মোটরসাইকেলের তকমা ছিনিয়ে নিতে চলেছে নতুন বাজাজ পালসার এনএস ১৬০।


নতুন পালসার-এ সুজুকি জিক্সার ১৫৫, টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি, ইয়ামাহা এফজেড-এস ও হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর এর থেকে বেশি শক্তি পাওয়া যাবে।


টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০-র ১৫৯.৪সিসি অয়েল কুলড ইঞ্জিনে ১৬.৫৫ বিএইচপি শক্তি পাওয়া যায়। অন্যদিকে জিক্সার এ রয়েছে একটি ১৫৫সিসি ইঞ্জিন।


এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৪.৬ শক্তি মিলবে। হোন্ডা সিবি হর্নেট ১৬০আর -এর ১৬২.৭ সিসি ইঞ্জিনে সর্বোচ্চ ১৫.৬৬বিএইচপি শক্তি পাওয়া যায়।


এই মুহূর্তে বিএস৬ ইঞ্জিনে বাজাজ পালসার এনএস ১৬০ এর দাম শুরু হচ্ছে ৮৩,000 রুপি থেকে। বিএস৬ ভেরিয়েন্টে ১ লক্ষ রুপির আশেপাশে এই মোটরসাইকেল লঞ্চ হতে পারে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com