শিরোনাম
কম্পিউটারের চেয়েও বেশি র‍্যাম হবে অ্যান্ড্রয়েড ফোনে!
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২
কম্পিউটারের চেয়েও বেশি র‍্যাম হবে অ্যান্ড্রয়েড ফোনে!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এবার অ্যান্ড্রয়েড ফোনের হার্ডওয়্যার নিয়ে সামনে এলো নতুন তথ্য। বিশ্বখ্যাত অ্যান্ড্রয়েড ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং নাকি তাদের পরবর্তী ফোনে ১৬ জিবি র‌্যাম রাখার পরিকল্পনা করছে। এমনকি ১৬ জিবি র‌্যাম ব্যাপক আকারে উৎপাদন করছে। অর্থাৎ এরপর থেকে বেশিরভাগ ফোনেই র‌্যাম ১৬ জিবি হওয়ার কথা।


স্যামসাং তাদের পরবর্তী ফোনে ১৬ জিবি এলপিডিডিআর৫ ডির‌্যাম ব্যবহার করতে যাচ্ছে। ফলে এখন থেকে অ্যান্ড্রয়েড ফোনে ডাটা ট্র্যান্সফার হবে আগের চেয়ে দ্রুত গতিতে। আগের তুলনায় ১.৩ গুণ দ্রুত ডাটা ট্র্যান্সফার হবে।


অন্যদিকে একটা সাধারণ মানের ল্যাপটপের র‌্যাম শুরু হয় ৮ জিবি র‌্যাম দিয়ে। ফলে সামনের বেশিরভাগ ফোনে যদি র‌্যাম ১৬ জিবি হয়ে যায়, তাহলে এক সময় ল্যাপটপ বেকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।


বিবার্তা/উজ্জল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com