শিরোনাম
মার্চে বাজারে আসছে অপো ফাইন্ড এক্স২
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৪
মার্চে বাজারে আসছে অপো ফাইন্ড এক্স২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন একটা ফোন বাজারে আনছে চীনাভিত্তিক মোবাইল ব্র্যান্ড অপো। মডেল অপো ফাইন্ড এক্স২।


আগামী ৬ মার্চ চিনে এক অনুষ্ঠান থেকে গোটা দুনিয়ার সামনে এই ফোন নিয়ে আসবে অপো।


সম্প্রতি এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপে থাকবে ৬৫ ডব্লিউ সুপার ভোক ফাস্ট চার্জ সাপোর্ট। সম্প্রতি অপো রেনু ফোনে প্রথম এই প্রযুক্তি ব্যবহার হয়েছিল।


নতুন ফোনে থাকবে থাকবে একটি ৬.৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট এবং ৮ জিবি র‌্যাম আর ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।


ফোনের পেছনে তিনটি ক্যামেরা ব্যবহার হতে পারে। সেলফি তোলার জন্য থাকবে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।


অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চালিত ফোনের ভিতরে ৪ হাজার ৬৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার হতে পারে। সঙ্গে থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট। যদিও এই ফোন থেকে ৩.৫ মিমি অডিও জ্যাক বাদ গিয়েছে।


একই অনুষ্ঠান থেকে কোম্পানির প্রথম স্মার্টওয়াচ নিয়ে আসতে পারে অপো। এই স্মার্টওয়াচে অ্যাপল ওয়াচ -এর মতো ডিজাইন থাকবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com