শিরোনাম
গুগল প্লে-স্টোরে আসছে ‘বিজয় ইশারা ভাষা’ অ্যাপ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪২
গুগল প্লে-স্টোরে  আসছে ‘বিজয় ইশারা ভাষা’ অ্যাপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিগগিরই গুগল প্লে-স্টোরে আসছে ‘বিজয় ইশারা ভাষা’ নামে একটি মোবাইল অ্যাপ। এটি মোবাইলে ব্যবহার করে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সঙ্গে ভাব বিনিময় করা যাবে।


আগামী কয়েক দিনের মধ্যেই গুগল প্লে-স্টোরে অ্যাপটি দেয়া হবে বলে জানিয়েছেন বিজয় কিবোর্ডের প্রবর্তক এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।


তিনি জানান, সাংকেতিক বর্ণমালাসহ ইশারা ভাষা শেখার বাংলা টিউটোরিয়াল নিয়ে এই অ্যাপটি ইতোমধ্যেই তৈরি করা হয়েছে। দুই-একদিনের মধ্যে এটি অ্যাপ স্টোরে দেয়া হবে।


বাংলা ভাষা প্রযুক্তি সংশ্লিষ্ট ১৬টি টুলস প্রকল্পের মধ্যে ইশার ভাষা থাকলেও কাজটি যেহেতু আড়াই বছরেও আলোর মুখ দেখেনি, তাই বেসরকারি উদ্যোগে অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করতে যাচ্ছেন বলে জানালেন মন্ত্রী মোস্তাফা জব্বার।


তিনি জানান, ভাষা প্রকাশের বাধা দূর করতে এই প্রযুক্তি বাংলা ভাষা প্রযুক্তিতে মাইলফলক হয়ে থাকবে।


প্রসঙ্গত, ইশারা ভাষার প্রচার ও উন্নতি সাধনের জন্য সরকার প্রতিবছর ৭ ফেব্রুয়ারিকে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘ইশারা ভাষার প্রমিত ব্যবহার বাক-শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির অধিকার’। এই প্রতিপাদ্যের প্রতি সম্মান জানিয়ে গত ১৬ ফেব্রুয়ারি ইশারা ভাষা সেবা চালু করে গ্রামীণফোন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com