শিরোনাম
ইন্টেল চেয়ারম্যান বাংলাদেশি ইশরাক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১৮:১৬
ইন্টেল চেয়ারম্যান বাংলাদেশি ইশরাক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশনের ‘বোর্ড অব ডিরেক্টরস’-এর জন্য নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ওমর ইশরাক।


মঙ্গলবার তাকে নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে প্রতিষ্ঠানটি।


এর আগে টানা সাত বছর দায়িত্ব পালনের পর অবসরে যাওয়া অ্যান্ডি ব্রায়ান্টের স্থলাভিষিক্ত হয়েছেন ওমর ইশরাক।


ইশরাক মেডিকেল প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মেডট্রনিকের প্রধান নির্বাহী হিসেবে নিয়োজিত থাকলেও এ বছরের এপ্রিলে সেখান থেকে অবসর নেবেন।


একইসঙ্গে তিনি ২০১৭ সাল থেকে ইন্টেলের বোর্ড অব ডিরেক্টরস মেম্বার হিসেবেও কাজ করছেন।


এক বিবৃতিতে ব্রায়ান্ট তার আবসরের খবর জানিয়ে বলেছেন, ইন্টেলের ভবিষ্যতের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। বোর্ডকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে বলে ওমরের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তিনি তার অভিজ্ঞতা বিশ্বখ্যাত কোম্পানিটির জন্য কাজে লাগানোর সৌভাগ্য অর্জন করেছেন।


ওমর ইশরাকের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব লন্ডনের কিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপর বিএসসি ও পিএইচপি সম্পন্ন করেন।


এছাড়া তিনি এশিয়া সোসাইটির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com