শিরোনাম
১৬ জিবি র‍্যামের স্মার্টফোন ব্ল্যাক শার্ক-৩
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ১৩:২২
১৬ জিবি র‍্যামের স্মার্টফোন ব্ল্যাক শার্ক-৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাজারে ব্ল্যাক শার্ক-৩ নামের নতুন একটা স্মার্টফোন আসছে শিগগিরই।


১৬ জিবি র‍্যামের এই স্মার্টফোনটি ইতোমধ্যেই এমআইআইটি থেকে ছাড়পত্র পেয়েছে।


ব্ল্যাক শার্ক-৩ স্মার্টফোনে ১৬ জিবি র‌্যাম গেমিংয়ের জন্য উপযুক্ত হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


এছাড়া ব্ল্যাক শার্ক-৩ হবে ফাইভ-জি সমর্থিত ডিভাইস। তবে এটি প্রথমেই ভারতীয় উপমহাদেশে চালু নাও হতে পারে।


কোম্পানিটি ভারতের বাজারে ডিভাইসটির একটি ফোর-জি সংস্করণ বাজারে ছাড়তে পারে।


ব্ল্যাক শার্ক সিরিজের সর্বশেষ ফোন ব্ল্যাক শার্ক-২ -এর দুটি মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন৮৫৫ প্রসেসর এবং ৬ ও ১২ জিবি র‌্যাম ব্যবহার হয়েছিল।


এছাড়া ফোন দুটোর স্টোরেজ ক্ষমতা ছিল ১২৮ ও ২৫৬ জিবি।


ব্ল্যাক শার্ক-৩ এই ফাইভ-জি ডিভাইসটি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com