শিরোনাম
নতুন ফিচার নিয়ে এলো ব্লুটুথ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ১২:২৮
নতুন ফিচার নিয়ে এলো ব্লুটুথ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্লুটুথ প্রযু্ক্তিতে যোগ হলো বেশ কয়েকটি নতুন ফিচার। এর মধ্য দিয়ে ব্লুটুথ ডিভাইসে বিগত ২০ বছরের ইতিহাসে যোগ হলো বড় রকমের পরিবর্তন।


যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেক্ট্রনিকস শোতে (সিইএস) এমনই কিছু প্রযুক্তি দেখিয়েছে নামি দামি প্রতিষ্ঠানগুলো।


ব্লুটুথ প্রযু্ক্তিতে যেসব নতুন ফিচার এসেছে তার মধ্যে, উচ্চমানের অডিও, বিভিন্ন প্রযুক্তির ডিভাইসে অডিও চালানোর ব্যবস্থাসহ ব্যাটারির স্থায়ীত্বে এসেছে বড় পরিবর্তন।


এ পরিবর্তনের ফলে ব্লুটুথের অডিওতে এখন থেকে ব্যবহার করা হবে নতুন সিগন্যাল।


নতুন এই সংস্করণে নতুন কিছু ফিচারও সমর্থন করবে। যেমন, এটি একাধিক স্ট্রিমকে সমর্থন করবে ফলে একই উৎস থেকে চলতে থাকা গান একাধিক ব্যক্তি শুনতে পারবেন।


এছাড়া এই প্রযুক্তিতে শপিং মল বা কনসার্টের মতো জায়গায় ব্লুটুথের মাধ্যমে অডিও সম্প্রচারও করা যাবে।


এলই অডিওকে সমর্থন করায় শ্রবণ যন্ত্রও উন্নত হবে। অর্থাৎ যারা শ্রবণ যন্ত্র ব্যবহার করেন তারা ব্লুটুথের সম্পূর্ণ সেবাটি এখন থেকে পাবেন।


তবে এর ফলে ব্যবহারকারীকে কিছু সমস্যাও মোকাবেলা করতে হবে। পুরনো হেডফোনগুলোতে এই প্রযুক্তি আর সমর্থন করবে না। এলই অডিও এই সফওয়্যারগুলোতে সমর্থন করে না। এরজন্য নতুন হার্ডওয়্যার আপডেট দরকার পড়বে যা এ বছরের শেষ নাগাদ বাজারে আসবে।


বিবার্তা/উজ্জ্বল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com