শিরোনাম
ফিলিপসের নতুন মনিটর
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২০, ১৬:২৯
ফিলিপসের নতুন মনিটর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাজারে এলো ফিলিপসের নতুন মনিটর। মডেল ফিলিপস ২৭৬ই৯কিউজেএবি।


মনিটরটিতে আছে ২৭ ইঞ্চি আইপিএস টেকনলজির প্যানেল। চিকন বেজেলের মনিটরটিতে মিলবে এন্টি-গ্লেয়ার সুবিধা।


ডিভাইসটিতে রয়েছে ১৯২০ x ১০৮০ বা ফুল-এইচডি ডিসপ্লের রিফ্রেশ রেট ৭৫ হার্জ।


এতে আছে এএমডি ফ্রি সিংক টেকনলজি সুবিধা। ৪ মিলিসেকেন্ড রেসপন্স টাইমের এই মনিটরটির ব্রাইটনেস ২৫০ নিটস।


এছাড়া এতে আছে স্মার্ট কন্ট্রাস্ট প্রযুক্তি, এসআরজিবি ও ব্লুলাইট মুড।


মনিটর সঙ্গে সংযুক্ত রয়েছে ৩ ওয়াটের দুটি বিল্ট ইন স্টেরিও স্পিকার। ফলে এটির সঙ্গে আলাদা করে সাউন্ডবক্সের কোন প্রয়োজন নেই।


এতে ইনপুট পোর্ট হিসেবে আছে এইচডিএমআই, ডিস্প্লেপোর্ট ১.২, ভিজিএ, অডিও আউটপুটসহ সব ধরনের সংযুক্ত করার পোর্ট।


গ্রাফিক্স ডিজাইনার, ফ্রিল্যান্সার বা কর্পোরেট প্রফেশনাল এটি ব্যবহার করতে পারবেন।


মাত্র ২১ হাজার ৫০০ টাকা মূল্যে মনিটরটিতে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে বাংলাদেশে ফিলিপসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com