শিরোনাম
দশ মিনিটের চার্জেই মিলবে ১২ ঘণ্টার ব্যাকআপ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৯, ১৫:১৯
দশ মিনিটের চার্জেই মিলবে ১২ ঘণ্টার ব্যাকআপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে রয়েছে সবচেয়ে বেশি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়ের ফোনগুলো।


ব্যবহারকারীদের পছন্দের কথা চিন্তা করে ক্যামেরার পাশাপাশি চার্জিংয়েও চমক দেখালো মোটোরোলা।


কোম্পানিটি তাদের ‘ওয়ান হাইপার’ স্মার্টফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় ব্যবহার করেছে চার হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।


‘ওয়ান হাইপার’ নামের ফোনটিতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।


কোম্পানিটির দাবি, মাত্র ১০ মিনিট চার্জ করলেই ব্যাটারি ব্যাকআপ দেবে ১২ ঘণ্টা পর্যন্ত।


মোটোরোলা ওয়ান হাইপার ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্ল রয়েছে। যার আসপেক্ট রেশিও ১৯:৯। এছাড়াও এতে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে।


অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চালিত ফোনের পেছনে মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।


এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।


৪০০ ডলার বা বাংলাদেশী টাকায় ৩২ হাজারে কেনা যাবে এই ফোনটি।


আপাতত আমেরিকার বাজারে এটি ছাড়ার ঘোষণা দিয়েছে মোটোরোলা।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com