শিরোনাম
ল্যাপটপ ব্যবহারকারী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে হুয়াওয়ে
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৯, ১৪:০০
ল্যাপটপ ব্যবহারকারী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে হুয়াওয়ে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০১৯ সাল প্রায় শেষ হতে চলেছে। ছরজুড়ে প্রযুক্তি বাজারে এসেছে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের অসংখ্য নতুন ল্যাপটপ।


প্রতি বছরের মতো এবারও প্রযুক্তি দুনিয়ায় চলছে হিসেব-নিকেশ। বছরজুড়ে ব্যবহারকারীদের পছন্দের তালিকায় শীর্ষস্থান দখল করেছে কোন ল্যাপটপ কোম্পানি।


সারাবিশ্বেই ল্যাপটপ ব্যবহারকারীদের মধ্যে বিরাট একটি অংশ হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। নামিদামি ব্র্যান্ডের ল্যাপটপের গুণগত মান, আকর্ষণীয় ফিচার, পারফর্মেন্স, সাশ্রয়ী মূল্য সব দিক বিবেচনা করে তারা তাদের পছন্দের ব্র্যান্ডের ল্যাপটপ কিনে থাকেন।


এসব নামিদামি ব্র্যান্ডের ল্যাপটপের মধ্য থেকে আকর্ষণীয় ফিচার, পারফর্মেন্স এবং কার্যক্ষমতা দিয়ে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে
রয়েছে সেরা ১০টি ল্যাপটপ।


গতকাল বুধবার ২০১৯ সালে সারাবিশ্বের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা সেরা ১০টি ল্যাপটপের একটি তালিকা প্রকাশ করেছে প্রযুক্তি-বিষয়ক আন্তর্জাতিক অনলাইন সংবাদমাধ্যম টেকরাডার।


টেকরাডারে প্রকাশিত ২০১৯ সালের শিক্ষার্থীদের পছন্দের সেরা ১০ ল্যাপটপের তালিকাটি এখানে তুলে ধরা হলো-


১ # হুয়াওয়ে ম্যাটবুক ১৩
২ # ডেল এক্সপিএস ১৩
৩ # গুগল পিক্সেলবুক গো
৪ # সারফেস ল্যাপটপ ২
৫ # মাইক্রোসফট সারফেস গো
৬ # এইচপি ইনভি এক্স৩৬০ ১৩ (২০১৯)
৭ # মাইক্রোসফট প্রো ৬
৮ # ডেল ইন্সপায়রন ক্রোমবুক ১১ ২-ইন-১
৯ # অ্যাপল ম্যাকবুক এয়ার (২০১৯)
১০ # ম্যাকবুক প্রো (১৫ ইঞ্চি, ২০১৯)


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com