শিরোনাম
ঢাকায় সিটিও টেক সামিট ১৮ জানুয়ারি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ১২:৪৩
ঢাকায় সিটিও টেক সামিট ১৮ জানুয়ারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন বছরে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ‘সিটিও টেক সামিট ২০২০’।


বাংলাদেশের সিটিওদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশের আয়োজনে আগামী ১৮ জানুয়ারি রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন চৌধুরী কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।


দিনব্যাপী এই সাম্মেলনের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সমাপনী ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।


এ বিষয়ে সিটিও ফোরাম বাংলাদেশ সভাপতি তপন কান্তি সরকার জানান, প্রযুক্তি নির্বাহীদের এই সম্মেলনে প্রায় ৪০ জন বিশেষজ্ঞ যোগ দেবেন। এরমধ্যে যুক্তরাষ্ট্রের ইসি কাউন্সিলের ওয়াশিংটন চ্যাপ্টার থেকে ১০ জন আসবেন। সাইবার সিকিউরিটি অব মালয়শিয়া থেকে ৪জন, ভারতের ইনফোসেক ফাউন্ডেশন ও অন্যান্য থেকে প্রায় ১৫জন এবং সিআইও ফোরাম অব নেপাল থেকে ২জন সম্মেলনে যোগ দেয়ার বিষয় আমাদের নিশ্চিত করেছেন।


জানা গেছে, দুইটি জোনে সাজানো হয়েছে এবারের সম্মেলন। একটি সিকিউরিটি জোন এবং অপরটি ইনোভেশন জোন।


সম্মেলন চলাকালে দুইটি জোনে অনুষ্ঠিত হবে ৫টি করে সেমিনার ও প্যানেল আলোচনা।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com