শিরোনাম
সিম্ফনির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:০৩
সিম্ফনির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাজারে নতুন একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এলো সিম্ফনি। মডেল “সিম্ফনি জেড২০”।


সিম্ফনি মোবাইলের হেড অফিসে আজ সিম্ফনি জেড২০ উদ্বোধন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ এবং প্রধান বিক্রয় কর্মকর্তা, এম এ হানিফ। এসময় সিম্ফনি মোবাইলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


জেড২০ তে রয়েছে অ্যান্ড্রয়েড পাই ৯.০ অপারেটিং সিস্টেম, ৬.২৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, ২.৫ডি গ্লাস সাথে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।


১৫৬০*৭২০ রেজ্যুলেশন এর ডিসপ্লেটির পিপি আই ২৬৯। ডিসপ্লেটির শার্পনেস, কালার প্রডাকশন, ভিউইং অ্যাঙ্গেল, টাচ রেসপন্স এক কথায় অসাধারণ। আর তাই গেমস খেলা বা মুভি দেখার এক্সপেরিয়েন্স হবে আরো স্বাচ্ছন্দ্যময়।


এতে আছে ১.৬ গিগাহার্জ এর অক্টাকোর প্রসেসর। রয়েছে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ। মেমোরী কার্ড এর মাধ্যমে আরো বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত।


অক্টাকোর প্রসেসর এবং ৩ জিবি র‍্যাম এর কারণে গেমস খেলা বা মুভি দেখার জন্য পরতে হবে না ল্যাগিং এর ঝামেলায়।


ডিভাইসটিতে আছে ৩০০০ এমএএইচ এর নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারী যা দিয়ে অনায়াসেই গেমিং এবং ব্রাউজিং চালানো যাবে।


ব্যাক সাইডে আছে দুটি ক্যামেরা সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা সেন্সর এবং অপরটি ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। সনি সেন্সর এর ডুয়াল ব্যাক ক্যামেরা দিয়ে তোলা যাবে অসাধারন সব ছবি। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা।


ক্যামেরা মোড হিসেবে আছে এইআই, গুগল লেন্স, পোট্রেইট, স্লো-মোশন, ফেস বিউটি, নাইট শট, টাইম ল্যাপস, এইচডি আর, ফিল্টার, বার্স্ট, প্যানোরামা, অডিও নোট, কিউআর কোড।


এই স্মার্টফোনটিতে সেন্সর হিসেবে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জি-সেন্সর, জিপিএস এবং এজিপিএস।


সিম্ফনি জেড২০ স্মার্টফোনটির সুন্দর ডিজাইন এর সাথে স্পেশাল ফিচার হিসেবে আছে সফটওয়্যার বেইজড ফেইস আনলক, এআই ক্যামেরা, স্মার্ট কন্ট্রোল, মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট, ডুয়াল ফোরজি স্ট্যান্ডবাই, ডুয়াল ভোল্টে (ভয়েজ ওভার এলটিই) স্ট্যান্ডবাই (নেটওয়ার্ক নির্ভর), ফিংগারপ্রিন্ট এর মাধ্যমে কুইক ক্যাপচার, স্মার্ট কন্ট্রোল।


লাইট ব্লু এবং ডার্ক ব্লু কালারে সিম্ফনির নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৮ হাজার ৯৯০ টাকা এবং বক্সের সাথেই দেয়া আছে স্ক্রীন প্রটেক্টর একদম ফ্রি।


বিবার্তা/উজ্জ্বল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com