শিরোনাম
হুয়াওয়ের ভাঁজযোগ্য ফাইভজি ফোন আসছে নভেম্বরে
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ১৮:৩৬
হুয়াওয়ের ভাঁজযোগ্য ফাইভজি ফোন আসছে নভেম্বরে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবশেষে হুয়াওয়ের ফাইভজি সমর্থিত ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন মেট এক্স বিক্রি শুরু হচ্ছে।


নভেম্বরের ১৫ তারিখে ফোনটির শিপিং শুরু হবে চীনে। বুধবার একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেয় কোম্পানিটি।


ডিভাইসটির স্কিন, ক্যামেরা, প্রসেসর থেকে ব্যাটারি সবকিছুতেই রয়েছে নতুনত্ব।


হুয়াওয়ের ফোল্ডিং ফোনের বিশেষত্ব হচ্ছে ডিভাইসটি একই সঙ্গে স্মার্টফোন ও ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে।


হুয়াওয়ে জানিয়েছে, ভাঁজ করা হলে স্মার্টফোনটির ডিসপ্লের আকার হবে ৬ দশমিক ৬ ইঞ্চি। ভাঁজ খোলা হলে স্মার্টফোনটি ৮ ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেট পিসিতে রূপান্তরিত হবে। এর পুরুত্ব ৫ দশমিক ৪ মিলিমিটার।


এতে রয়েছে নমনীয় ওএলইডি প্যানেল এবং একটি ফালকন উইং মেকানিক্যাল হিং। নতুন প্রযুক্তিগত এ সুবিধার ফলে ফোনটির ভাঁজ খুললে আস্ত একটি ডিসপ্লে উন্মোচিত হবে।


ডিভাইসটিতে রয়েছে লাইকার ট্রিপল মডিউল ক্যামেরা।


এতে ব্যবহৃত হয়েছে ফাইভজি সমর্থিত ৭ ন্যানোমিটারের চিপসেট বেলং ৫০০০। হুয়াওয়ে দাবি করছে, ফাইভজি সমর্থিত এ চিপের কারণে ডিভাইসটিতে এক গিগাবইট আকারের ভিডিও ফাইল মাত্র তিন সেকেন্ড ডাউনলোড করা যাবে!


হুয়াওয়ের ৫জি নেটওয়ার্ক সমর্থিত মেট এক্স ফোনটিতে রয়েছে হুয়াওয়ের কিরিন ৯৮০ প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ।


এটিতে আরও রয়েছে একটি ডুয়াল-সেল ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। আর


চার্জিংয়ের জন্য থাকছে ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যা দিয়ে ব্যাটারির ৮৫ শতাংশ পূর্ণ হবে মাত্র আধ ঘণ্টায়।


ফোনটির মূল্য রাখা হয়েছে ১৬ হাজার ৯৯৯ ইউয়ান।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com