শিরোনাম
প্রযুক্তির সঠিক ব্যবহারে কমবে ৯০% সড়ক দুর্ঘটনা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ১৩:১১
প্রযুক্তির সঠিক ব্যবহারে কমবে ৯০% সড়ক দুর্ঘটনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যদি প্রযুক্তির সঠিক ব্যবহার করা যায় তাহলে ৯০% সড়ক দুর্ঘটনা কমবে মন্তব্য করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।


তিনি বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে প্রযুক্তি ব্যবহারে সচেতনাতার পাশাপাশি ডিজিটাল সিগন্যালগুলোও সচল রাখতে হবে।


রাজধানীর পল্টনস্থ দারুস সালাম আর্কেটে সবুজ আন্দোলন কর্যালয়ে সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


সবুজ আন্দেলনের চেয়ারম্যান বাপ্পি সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি বলেন, বর্তমানে পথচারী ও চালক সমানভাবে মুঠোফোনের অপব্যবহার করছেন। ফলে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।


সংগঠনটির সভাপতি আরও বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার আজও সড়ক ও পরিবহনে নিশ্চিত করা যায়নি। সিগন্যাল ব্যবস্থা ডিজিটাল যুগেও অ্যানালগ। অথচ আমরা মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। ৫জি চালু করতে যাচ্ছি।


সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য কামরুল ইসলাম সুরুজ, শারমিন আক্তার লিজা, শামসুন্নাহার ইসলাম, বিল্লাল হোসেন, মিলন প্রমুখ সভায় বক্তব্য করেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com