শিরোনাম
ডিআইএমএস
অ্যাপটিতে রয়েছে ২০ হাজারের বেশি ব্র্যান্ডের ওষুধ
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৬:৫৩
অ্যাপটিতে রয়েছে ২০ হাজারের বেশি ব্র্যান্ডের ওষুধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হাতের মুঠোতেই এখন মিলছে দেশের সব ওষুধ কোম্পানির তৈরি বিভিন্ন ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য।


অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মের জন্যই রয়েছে ডিআইএমএস অ্যাপটি।


১৯ মেগাবাইট সাইজের অ্যাপটির রেটিং ৪.৬ এবং এটি এরই মধ্যে পাঁচ লাখের বেশি ডাউনলোড হয়েছে গুগল প্লে-স্টোর থেকে।


অফলাইনেও ব্যবহারবান্ধব এই অ্যাপে ২০ হাজারের বেশি ব্র্যান্ড এবং এক হাজার ৪০০টির বেশি জেনেরিক ওষুধের তথ্য রয়েছে। রয়েছে ওষুধ ব্যবহারের নির্দেশিকা, মাত্রা বা ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা প্রভৃতির বিস্তারিত তথ্য।


অ্যাপটিতে ওষুধের নাম অথবা ব্র্যান্ডের নাম দিয়ে সার্চ দিলেই এই নির্দেশিকা পাওয়া যায়।


এ ছাড়াও রয়েছে এফডিএ প্রেগন্যান্সি ক্যাটাগরি, থেরাপি ক্লাস, প্যাক সাইজ ও দাম।


ইংরেজি অক্ষরক্রম অনুযায়ী ওষুধ সার্চের সুবিধার পাশাপাশি সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলোর নামের পাশে বুকমার্ক দেওয়া থাকায় আইটিমেডিকাস এর ডেভেলপ করা এই ‘ড্রাগ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’টি চিকিৎসক, নার্স এবং মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ, ফার্মেসিতে কর্মরতদের পাশাপাশি এখন সাধারণ মানুষও ব্যবহার করছেন।


অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য https://urlzs.com/emNZP এবং আইওএস প্লাটফর্মের জন্য https://apps.apple.com/us/app/twgbd-dims/id944794906?ls=1 লিংক থেকে অ্যাপটি ব্যবহার করা যাবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com