শিরোনাম
মেলায় ৫ হাজার ৯৯০ টাকায় ৪জি স্মার্টফোন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ২০:০৫
মেলায় ৫ হাজার ৯৯০ টাকায় ৪জি স্মার্টফোন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের শীর্ষস্থানীয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইল বাজারে নিয়ে এলো সিম্ফনি আই৬৮ নামে নতুন একটি স্মার্টফোন।


মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলমান তিনদিনের ‘ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো-২০১৯’ তে ফোনটি উদ্বোধন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন সিম্ফনি’র সিনিয়র ডিরেক্টর, মাকসুদুর রহমান, হেড অফ মার্কেটিং, মোহাম্মদ রিয়াদ, হেড অফ সেলস এম এ হানিফ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার, বিজনেস এন্ড প্ল্যানিং তারিকুল ইসলাম।


১.৫ জিবি র‍্যাম এবং ফিংগারপ্রিন্ট সমৃদ্ধ এই স্মার্টফোনটির মূল্য মাত্র ৫ হাজার ৯৯০ টাকা ।


অ্যান্ড্রয়েড পাই চালিত অপারেটিং সিস্টেম। এর ফুল ভিশন ডিসপ্লে এর সামনের দিকটি এক কথায় দারুন দেখতে।


ফ্রন্ট সাইডে আছে ৫.৪৫ ইঞ্চ ডিসপ্লে এবং এর উপর আছে আইপিএস এলসিডি প্যানেল। ৫.৪৫ ইঞ্চ আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এতে যার রেজুলেশন HD+ বা ১৪৪০X৭২০p যার পিপিআই ২৯৫।


সিম্ফনি আই৬৮ এ রয়েছে ১.৫ জিবি র‍্যাম এবং ১৬ ইন্টার্নাল স্টোরেজ। মেমোরি কার্ড এর মাধ্যমে আরো বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। মিড হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে অনায়াসে।


সিম্ফনি আই৬৮ এ আছে ৮ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই থাকছে ফ্ল্যাশ।


ক্যামেরা ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ফিচারগুলো হলো বার্স্ট মোড, প্যানারোমা মোড, কিউ আর কোড মোড, নাইট শট, এইচডি আর মোড এবং ফেস বিউটি অপশন।


সারাদিন নিরবিচ্ছিন্নভাবে চালানোর জন্য হ্যান্ডসেটটিতে আছে ২৫০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি।


এছাড়াও জি-সেন্সর এবং ফেস আনলক আছে এই স্মার্টফোনটিতে।


সিম্ফনির সকল আউটলেটে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে তিনটি গ্র্যাডিয়েন্ট কালারে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com