শিরোনাম
ডিজিটাল ডিভাইস এক্সপোতে জেডকেটেকাে
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১৯:৩৯
ডিজিটাল ডিভাইস এক্সপোতে জেডকেটেকাে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মেলায় নিত্য-নতুন ডিভাইস নিয়ে অংশগ্রহণ করছে বিশ্বের বায়োমেট্রিক সলুশনের জনক চীনের নিরাপত্তা ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান জেডকেটেকো।


রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে তিনদিনের ‘ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো-২০১৯’।


জেডকেটেকোর ডিভাইসগুলোর মধ্যে রয়েছে এক্সেস কন্ট্রোল, টার্নসটাইলস, স্মার্ট লক, সিসিটিভি, মেটাল ডিকেক্টরস, এক্স-রে, পার্কিং ব্যারিয়ার ও পস সিস্টেম।


মেলায় আগত দর্শনার্থীরা জেডকেটেকোর এসব নিত্য নতুন ডিভাইস সম্পর্কে জানতে পারবেন।


ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোর ৫৪ ও ৫৫ নম্বর প্যাভিলিয়নে দেখা মিলবে জেডকেটেকোর নিত্য নতুন ডিভাইসের।


জেডকেটেকাে ছাড়াও আইসিটি শিল্প সম্পর্কিত বিভিন্ন পণ্য এবং আইসিটি পরিষেবা প্রদর্শনের এই আয়োজনে অংশ নিচ্ছে দেশি বিদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান।


বিসিএস এক্সপো জোন এ পাওয়া যাবে তথ্যপ্রযুক্তির সকল হালনাগাদ পণ্য। স্বনামধন্য প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানরা তাদের সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করছে।


এক্সপো জোনে আছে ১১০ টি প্যাভেলিয়ন এবং স্টল। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এই আয়োজন চলবে।


প্রদর্শনীটি সকলের জন্য সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com