শিরোনাম
১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে অ্যাপল ৫
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৯, ২০:১৩
১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে অ্যাপল ৫
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্মার্ট যুগে সময় দেখার পাশাপাশি স্বাস্থ্যের গতিবিধি নজরে রাখার যন্ত্র হিসেবে বাজারে এখন স্মার্টওয়াচের চাহিদা বেড়েছে।


গত মাসে আইফোন ঘোষণার অনুষ্ঠানেই অ্যাপল ওয়াচ সিরিজ ৫ উন্মোচন করে অ্যাপল।ডিভাইসটির বেশির ভাগ পরিবর্তন আনা হয়েছে এর ভেতরের যন্ত্রাংশে।


নতুন অ্যাপল ওয়াচটিতে যোগ করা হয়েছে নতুন করে প্রয়োজনীয় অনেক ফিচার।


১৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে নতুন সিরিজ ৫ অ্যাপল ওয়াচে।


বাজার বিশ্লেষকদের মতে, অ্যাপল ওয়াচের বাজার কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বাড়ছে। এ বছর অ্যাপল ৩৯৯ মার্কিন ডলার দামের স্মার্টওয়াচ বাজারে ছেড়েছে। এবারের সংস্করণটিতে আগের অ্যাপল ওয়াচ ৪-এর তুলনায় কিছুটা হালনাগাদ আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অলওয়েজ অন স্ক্রিন।


প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জে অ্যাপল ওয়াচ সিরিজের পর্যালোচনা করে একে ১০-এর মধ্যে ৯ রেটিং দিয়েছে। অন্যান্য স্মার্টওয়াচের সঙ্গে তুলনা করে এ মডেলটিকে অনেকটাই এগিয়ে রেখেছে।


এর ভালো দিক সম্পর্কে বলা হয়েছে, বড় আকারের দৃষ্টিনন্দন ডিসপ্লে, নতুন অ্যাপ এর সক্ষমতা বাড়িয়েছে।


এর সীমাবদ্ধতা সম্পর্কে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের সঙ্গে কাজ না করা ও ব্যাটারি আগের চেয়ে উন্নত না হওয়া।


দুটি নতুন ফিচারের মধ্যে থাকবে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি কলিং ও কম্পাস। এ ছাড়া ওয়াচওএস ৬ সফটওয়্যার যুক্ত হওয়ায় এতে মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিংয়ের সুবিধা রয়েছে।


ভার্জের প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে প্রথম অ্যাপল ওয়াচ উন্মোচনের পর থেকেই অলওয়েজ অন ফিচারের জন্য অপেক্ষা করছিলেন গ্রাহকেরা। নতুন ওয়াচে সে সুবিধা যুক্ত হয়েছে। তবে নতুন সিরিজ ৫ ওয়াচের নকশা এবং মাপ রাখা হয়েছে আগের মতোই।


নতুন অলওয়েজ-অন ডিসপ্লের জন্য আনা হয়েছে বেশ কিছু নতুন ওয়াচফেস। অলওয়েজ-অন ফিচারের জন্য গ্রাহক তার কবজি না ঘোরানো পর্যন্ত অল্প আলোতে জ্বলে থাকবে পর্দা। কবজি ঘোরালেই পর্দা পূর্ণ আলোতে জ্বলে উঠবে এবং গ্রাহক তার চাহিদামতো কাজ করতে পারবেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com