শিরোনাম
মোবাইল অ্যাপেই মিলবে জ্যোতির্বিজ্ঞানের সব তথ্য
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১
মোবাইল  অ্যাপেই মিলবে জ্যোতির্বিজ্ঞানের সব তথ্য
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যপ্রযুক্তি কোম্পানি সোলেইস ইনোভেশনস ও দেশের অন্যতম প্রধান জ্যোতির্বিজ্ঞান ক্লাব অনুসন্ধিৎসু চক্রের যৌথ উদ্যোগে ‘পীপ দ্য প্লেস’ নামে একটি অ্যাপ চালু হতে যাচ্ছে।


এটির মাধ্যমে বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞান চর্চার নানা খবর ও বৈশ্বিক বিভিন্ন তথ্য পাওয়া যাবে।


অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান শাখার সভাপতি মো. শাহজাহান মৃধা বেনু বলেন, সাধারণ মানুষদের কাছে মহাকাশের বিষয়াদি পৌঁছে দিতে এবং জ্যোতির্বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ চক্রের জ্যোতির্বিজ্ঞান সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং দক্ষতার সমন্বয়ে মহাজাগতিক খোঁজ-খবর ও ছবি অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচারের পাশাপাশি ব্যবহারকারীরা নানা তথ্য সুবিধা পাবেন।


সোলেইস ইনোভেশন এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোহছিয়ুল হক এবং অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান শাখার সভাপতি মো. শাহজাহান মৃধা বেনু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক সই করেন।


এ সময় সোলেইস ইনোভেশনস এর সফটওয়্য়ার ইঞ্জিনিয়ার মো. মাহাফুজুর রহমান বাপ্পী, অনুসন্ধিৎসু চক্রের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দিপু এবং উভয় সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com