শিরোনাম
ইন্টারনেটের গতি হবে সেকেন্ডে দশ জিবি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৫:০৪
ইন্টারনেটের গতি হবে সেকেন্ডে দশ জিবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্টারনেটের গতি হবে সেকেন্ডে দশ জিবি। সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ক্যাবল তৈরি করছে যুক্তরাষ্ট্রের সম্প্রচার ও ক্যাবল কোম্পানি কমক্যাস্ট। এটি ব্যবহার করে সেকেন্ডে ১০ গিগাবাইটেরও বেশি গতিতে তথ্য আদানপ্রদান করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র: ইয়াহু নিউজ।


এতে বলা হয়, এই ক্যাবল ব্যবহার করে গুগল ফাইবারের চেয়েও বেশি গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ফিয়ার্স ক্যাবলকে দেয়া এক সাক্ষাৎকারে কমক্যাস্টের মুখপাত্র জানিয়েছেন, কমক্যাস্টের নেটওয়ার্ক হালনাগাদ করার কাজ আগামী তিন বছরের মধ্যে শেষ হবে। নতুন ধরনের ক্যাবল দিয়ে তথ্য স্থানান্তর আরও বেশি দক্ষ এবং সুচারুভাবে সম্পাদন করা যাবে। এজন্য বাসাবাড়িতে ফাইবার অপটিক ক্যাবল বসাতে হবে না।


উল্লেখ্য, বর্তমানে প্রতিষ্ঠানটি গিগাবিট প্রো নামের দ্রুত গতির ইন্টারনেট কেবল সেবা দিচ্ছে। এই সেবার আওতায় ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে প্রতি সেকেন্ডে ২ গিগাবাইট তথ্য আদানপ্রদান করা যায়।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com