শিরোনাম
হাই-টেক পার্কে বিনিয়োগ করতে চায় কনজারভেটিভ পার্টি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০২
হাই-টেক পার্কে বিনিয়োগ করতে চায় কনজারভেটিভ পার্টি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই টেক সিটি ও সিলেটের শেখ মুজিব হাই টেক পার্কে বিনিয়োগে কনজারভেটিভ পার্টির সদস্যরা আগ্রহ দেখিয়েছেন।


বাংলাদেশ সফররত ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির সদস্যরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এসে এ কথা জানান।


কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি অ্যান মেইন, সহ সভাপতি পল স্কলির নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার আইসিটি টাওয়ারে আসেন।


আইসিটি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দেড়ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা।


পরে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের বলেন, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে সোশ্যাল ওয়েলফেয়ার স্টার্ট-আপগুলোর বিষয়ে তারা আগ্রহ দেখিয়েছে। আমরা আজকে ১২টি স্টার্ট-আপকে আমন্ত্রণ জানিয়েছি। ব্রিটেনের এমপি ও উদ্যোক্তারা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।


কনজারভেটিভ পার্টির সঙ্গে সভায় আইসিটি খাতের বিনিয়োগের পরিবেশ ও পলিসি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পলক।


পলক বলেন, ‌আমরা যখন ট্রেড ডাইভারসিফেকশনের মাধ্যমে নতুন সব পণ্য তৈরির কথা ভাবছি। আইসিটি সেক্টরে আগামী চার বছরে ব্রিটেনের নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ হলে আমাদের বৈদেশিক রপ্তানি আয় বৃদ্ধি পাবে।


কনজারভেটিভ পার্টির বৈঠকে যোগ দেন ১৯২২ কমিটির নির্বাহী সম্পাদক বব ব্ল্যাকমেন ও কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান মেহফুজ আহমেদ।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com