শিরোনাম
থাই উপপ্রধানমন্ত্রীর সাথে পলকের বৈঠক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১৩:২৬
থাই উপপ্রধানমন্ত্রীর সাথে পলকের বৈঠক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্যাংককে অবস্থারত বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী এসিএম প্রাজিন জানটংর মধ্যকার বুধবার সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বৈঠকে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত করতে থাইল্যান্ডের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। জবাবে থাই উপপ্রধানমন্ত্রী সহযোগিতার পাশাপাশি ডিজিটাল বংলাদেশ উদ্যোগের প্রশংসা করেন।


বৈঠক শেষে ই-গভার্ননেন্স, সাইবার নিরাপত্তা, আইটিশিল্পে উন্নয়নে একসাথে কাজ করতে থাইল্যান্ডের মিনিস্ট্রি অব ডিজিটাল ইকোনমি অ্যান্ড সোসাইটি এবং বাংলাদেশের আইসিটি ডিভিশনের মধ্যে এক ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়।


থাই উপপ্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রতিমন্ত্রী শ্রীলংকার সাইয়েন্স, টেকনোলজি অ্যান্ড সাইয়েন্সবিষয়ক মন্ত্রী সুশীল প্রেমাজয়ন্তা, ভিয়েতনামের আইসিটিমন্ত্রী রুডলফো সালালীমা এবং ইউএন এসকাপর এক্সিউটিভ সেক্রেটারির সাথেও পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।


মি. প্রেমাজয়ান্তার সাথে প্রতিমন্ত্রীর বৈঠকে শ্রীলংকার একাউন্টিং বিপিওর সাফল্যের অভিজ্ঞতাকে বাংলাদেশের বিপিওর সমৃদ্ধি সাধনে সমন্ব করতে কীভাবে একত্রে কাজ করা যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।


ফিলিপাইনের আইসিটি মন্ত্রী রুডলফো সালালীমের সাথে পলকের দ্বিপাক্ষিক বৈঠকে ফিরিপাইনের ভয়েস বিপিও এবং ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে যাওয়ার সাফল্য বাংলাদেশের সংশ্লিষ্ট খাতে সম্মিলন ঘটাতে দুদেশ এক সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।


ইউএন এসকাপর অ্যান্ডার সেক্রেটারিরে সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অ্যান্ডার সেক্রেটারি বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অগ্রগতি সাধনে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া প্যাসিফিক ইনফরমেশনের সুপার হাইওয়ের পরবর্তী বৈঠক বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে বলে উক্ত বৈঠকে সিদ্ধান্ত গৃহিত হয়।


দ্বিপাক্ষিক বৈঠকে ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল বারি এবং থাইল্যান্ড অ্যাম্বাসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com