শিরোনাম
সৌদি পৌঁছেছেন ৮৫ হাজার ৮১১ হজযাত্রী
প্রকাশ : ২৬ জুলাই ২০১৯, ১২:২৫
সৌদি পৌঁছেছেন  ৮৫ হাজার ৮১১ হজযাত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হজ পালনের উদ্দেশ্যে ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৬টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১১১টিসহ মোট ২৩৭টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।


বৃহস্পতিবার ভোরে মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা যায়।


সৌদি পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন হজযাত্রী রয়েছেন।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হজ অফিস মেডিকেল ক্লিনিক মক্কা ও মদিনা থেকে স্বয়ংক্রিয় (কিয়স্ক মেশিনের সাহায্যে) চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে সর্বমোট ২৪ হাজার ৮০৩ জনকে।


চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হতে পারে ১০ আগস্ট।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com