শিরোনাম
খেয়াল করলে বিষয়টি মজার ব্যাপার
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৬, ১৩:৫২
খেয়াল করলে বিষয়টি মজার ব্যাপার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসলাম ধর্মের উপাসনা বা ইবাদাতের জন্য একটা একক ভাষা ব্যবহার করা হয়– আরবি। কেন তার মূল কারণ আল্লাহই ভাল জানেন।


তবে এই প্রসঙ্গে কয়েকটি তথ্য দেয়া যায়। বিশ্বের বিভিন্ন ধর্ম গ্রন্থগুলো যে সব ভাষায় লিখিত সেই সব ভাষাগুলো এখন আর সাধারণভাবে ব্যবহার হয় না। ভাষাগুলোর একাডেমিক স্টাডি হয়– কিন্তু সাধারণ মানুষের কথ্য ভাষায় এর ব্যবহার নেই। সংস্কৃত, হিব্রু, আরামায়িক প্রভৃতি ভাষাগুলো এখন মানুষ ব্যবহার করে না। ধর্ম গ্রন্থগুলোর মধ্যে আরবি একমাত্র ভাষা যা এখনো বিপুল পরিমাণ সাধারণ জনগোষ্ঠী ব্যবহার করে– এই জন্য আরবিকে বলা হয় Living Language বা জীবন্ত ভাষা। সাধারণত বিভিন্ন ধর্মের উপাসনাগুলো স্থানীয় ভাষা বা লোকাল ল্যাংগুয়েজে করা হয়– যেমন গির্জাগুলোতে উপাসনা সে এলাকার ভাষাতেই হয়।


ফলে যদি কোন পর্যটক, মুসাফির বা ভ্রমণকারী যদি ওই এলাকায় আসে তবে সে প্রার্থনার বিষয়বস্তু বুঝতে পারবে না। ইসলাম ধর্মের ক্ষেত্রে উপাসনা বা ইবাদাতের একটাইই ভাষা– আরবি। এর ফলে খুব আগ্র উদ্দীপক একটা ঘটনা হয়। ধরা যাক আমরা কেউ চীন বা রাশিয়া বা উজবেকিস্তান গেলাম– হঠাৎ আজানের শব্দ শোনা গেল। আরবিতে হওয়ার কারণে মুসলমান মাত্রই তা বুঝতে পারবে। কিন্তু আঞ্চলিক ভাষায় আজান দিলে বোঝাই জেত না এটা কিসের জন্য আহবান।


আসলে মুসলিম মাত্রই বুঝতে পারবে এটা আজানের শব্দ। সে নামাজ পড়তে যাবে। যদিও সে সেই দেশের ভাষার কিছুই জানে না তবু সে মসজিদে ঢুকে যখনই কোন মানুষকে বলবে, ‘আস সালামু আলাইকুম’ সাথে সাথে ভিনদেশী ভিন্ন ভাষা সংস্কৃতির ওই মানুষগুলোর সাথে তার এক অদ্ভুত যোগাযোগ তৈরি হবে। কারণ মুসলিম মাত্রই এই সালাম বুঝবে– বুঝবে তাকে বলা হচ্ছে ‘আপনার উপর শান্তি বর্ষিত হোক’ – আপনার জন্য তাদের হৃদয় আত্মা খুলে যাবে– কারণ তার কাছে আপনি একজন কিম্ভুতদর্শন মুসলিম, কিন্তু আরবি আপনার ও তার মধ্যে একটা বিশেষ যোগসূত্র তৈরি করবে। (বিদেশিরা যখন ভাঙ্গা বাংলায় কথা বলে আমরা খুশি হই– ব্যাপারটা অনেকটা ওই রকম)।


তারা হয়ত একে অপরের একটা অন্য ওয়ার্ডও বুঝবে না। কিন্তু নামাজে যখন দাঁড়াবে সারি বদ্ধ হয়ে এবং যখনই কোরআন পরা শুরু হবে তারা আবার সবাইই তা বুঝতে পারবে।


তারা সবাই নামাজে একই কথা বলবে– এবং এই এক ভাষাই সবার জন্য Common. উপাসনা বা ইবাদাতের এই একক ভাষার কারণে আপনি আমেরিকা থাকেন বা গণ্ডগ্রামে, আলাস্কার শীতে কিংবা আরবের মরুভূমিতে, বিমান, রকেটে কিংবা সাবমেরিনে সব সময় আপনি একই ভাষায় ইবাদাত করবেন– যে কারণে নামাজ কিংবা ধর্মীয় কাজগুলোতে ভিন দেশেও আপনার নিজেকে বহিরাগত বা আউটসাইডার মনে হবে না।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com