শিরোনাম
যে ১০ অবস্থায় সালাম দেয়া উচিত নয়
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৬, ১৪:০৮
যে ১০ অবস্থায় সালাম দেয়া উচিত নয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সালাম একটি সম্মানজনক অভ্যর্থনামূলক অভিনন্দন সুলভ শান্তিময় উচ্চমর্যাদা সম্পন্ন পরিপূর্ণ ইসলামী অভিবাদন। সালাম আরবি শব্দ। এর অর্থ শান্তি, প্রশান্তি কল্যাণ, দোআ, আরাম, আনন্দ, তৃপ্তি। খোশ মেজাজে সালাম দেয়া উত্তম। সালাম দেয়া সুন্নত এবং উত্তর দেয়া ওয়াজিব।


কিন্তু কোনও কোনও অবস্থায় সালাম দেয়া উচিত নয়। যে সকল অবস্থায় সালাম দেয়া উচিত নয়:


১. নামাজ পড়া অবস্থায় কোন ব্যক্তিকে সালাম দেয়া উচিত নয়।


২. ইস্তিঞ্জারত অবস্থায় কোন ব্যক্তিকে সালাম দেয়া উচিত নয়।


৩. অজুরত অবস্থায় কোন ব্যক্তিকে সালাম দেয়া উচিত নয়।


৪. খাবার খাওয়া অবস্থায় কোন ব্যক্তিকে সালাম দেয়া উচিত নয়।


৫. কোরআন তিলাওয়াত করা অবস্থায় কোন ব্যক্তিকে সালাম দেয়া উচিত নয়।


৬. জিকির ও মোরাকাবারত অবস্থায় কোন ব্যক্তিকে সালাম দেয়া উচিত নয়।


৭. ওয়াজ ও নসিহত শুনা অবস্থায় কোন ব্যক্তিকে সালাম দেয়া উচিত নয়।


৮. তালিমী মজলিসে মসগুল এমন অবস্থায় কোন ব্যক্তিকে সালাম দেয়া উচিত নয়।


৯. আজানরত অবস্থায় কোন ব্যক্তিকে সালাম দেয়া উচিত নয়।


১০. হিসাব নিকাশ বা গননায়রত অবস্থায় কোন ব্যক্তিকে সালাম দেয়া উচিত নয়।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com