শিরোনাম
কুরআনের ভুল অনুবাদ সংশোধন করা হচ্ছে
প্রকাশ : ২৬ মার্চ ২০১৮, ২২:৩৯
কুরআনের ভুল অনুবাদ সংশোধন করা হচ্ছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে মুদ্রিত পবিত্র কুরআনুল কারীমে ইবারত (মূল টেক্সট) ও অনুবাদে ত্রুটি আছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। যদি কোনো ত্রুটি থাকে তবে তা চিহ্নিত করে দেশের হক্কানী আলেম-ওলামাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে সেসব ত্রুটি পরিমার্জন করা হবে।


সোমবার বিকালে আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে এক মতবিনিময় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল এ কথা জানান।


তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজারে প্রচলিত বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রকাশিত পবিত্র কুরআনের অনুবাদে কিছু ভুল রয়েছে। এসব ভুল সংশোধনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।


সামীম মোহাম্মদ আফজাল আরো জানান, আমরা প্রায় ৭০ কপি কুরআন শরীফ সংগ্রহ করেছি। এর মধ্যে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত ভুল রয়েছে। মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ) কর্তৃক অনূদিত কুরআন শরীফ প্রায় ২৫টি প্রকাশনা প্রতিষ্ঠান ছাপিয়েছে। মূল উর্দু থেকে বাংলায় অনুবাদ করতে গিয়ে কিছু ভুল হতে পারে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com