শিরোনাম
কঠিন প্রশ্নের অসাধারণ উত্তর!
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৭, ১১:৫৪
কঠিন প্রশ্নের অসাধারণ উত্তর!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মজর নামক এক ইহুদি তাওরাত বিশারদ কোন এক সময় হযরত আলী (রাঃ)-কে বললেন, হে আলী! আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে ইচ্ছুক। হযরত আলী (আঃ) বললেন, ঠিক আছে, যা ইচ্ছে জিজ্ঞেস করুন।


তিনি জিজ্ঞেস করলেন, বলুন তো!


১. সে কোন ব্যক্তি যার মাতাও নেই, পিতাও নেই?


২. সে কোন মহিলা যার পিতাও নেই, মাতাও নেই?


৩. সে কোন ব্যক্তি যার মাতা আছে কিন্তু পিতা নেই?


৪. সেটা কোন পাথর, যেটা পশু প্রসব করেছে?


৫. সে কোন মহিলা যিনি একই দিনে মাত্র তিন ঘণ্টায় সন্তানপ্রসব করেছে?


৬. ওরা কোন দু'বন্ধু, যারা কখনো পরস্পর শত্রু হবে না?


৭. ওরা কোন দু'শত্রু, যারা কখনো পরস্পর বন্ধু হবে না?


হযরত আলী (রাঃ) বললেন, তাহলে শুনুন:


১. সেই পুরুষ যার মা-বাপ নেই, তিনি হলেন হযরত আদম (আঃ)।


২. যে মহিলার মা-বাপ নেই, তিনি হলেন হযরত হাওয়া (আঃ)।


৩. সেই পুরুষ যার মা আছে কিন্তু বাপ নেই, তিনি হলেন হযরত ঈসা (আঃ)।


৪. পশু প্রসবকারী পাথর হচ্ছে, যেটা থেকে হযরত সালেহ (আঃ)-এর উট জন্ম হয়েছিল।


৫. যে মহিলা তিন ঘণ্টার মধ্যে সন্তান প্রসব করেছিলেন- তিনি হলেন হযরত মরিয়ম (আঃ), যিনি এক ঘণ্টার মধ্যে গর্ভধারণ করেন, দুই ঘণ্টার মধ্যে প্রসব বেদনা বোধ করেন এবং তিন ঘণ্টার মধ্যে হযরত ঈসা (আঃ)-এর জন্ম হয়।


৬. যে দু'বন্ধু যারা পরস্পর কখনো শত্রু হবে না, তারা হলো শরীর এবং রূহ।


৭. যে দু'শত্রু কখনো বন্ধু হবে না, তারা হলো মৃত্যু এবং জীবন।


তাওরাত বিশারদ মজর অসাধারণ উত্তর শুনে বললেন, হে আলী! বাস্তবিকই আপনি সঠিক উত্তর দিয়েছেন।


সুবহানাল্লাহ! আল্লাহু আকবার!


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com