
সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা নগরী পরিদর্শনে এসে মুসল্লিদের ভিডিও ও ছবি তোলা নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন কাবা শরিফের ইমাম। একইসঙ্গে তিনি মুসল্লিদের এ দুই পবিত্র স্থানে ছবি ও ভিডিও ধারণ না করার পরামর্শও দিয়েছেন।
রবিবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র মাস রমজান। বছরের অন্যান্য মাসের চেয়ে এ মাসে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় বেশি ভিড় জমান সারা বিশ্বের মুসল্লিরা। তবে এসব পবিত্রস্থান দেখতে এসে মুহুর্তগুলোকে স্মরণীয় করে রাখতে ভিডিও ও ছবি তোলা নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েন তারা। যা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন কাবা শরিফের ইমাম।
কাবা শরিফের ইমাম ও প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব আবদুর রহমান আস সুদাইস বলেন, সময় ও ইসলামের পবিত্র স্থানগুলোকে সম্মান দিন।
সুদাইস জানিয়েছেন, রমজান মাস উপলক্ষ্যে কাবা ও মসজিদে নববীতে আরও বেশি বেশি ধর্মীয় আলোচনা এবং ধর্মবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করা হবে।
আল আরাবিয়া টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে গত ১৩ দিনে কাবা শরিফের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন ৭৫ লাখ মুসল্লি। অপরদিকে একই সময়ে মসজিদে নববীতে গেছেন ১ কোটি মুসল্লি।
এর আগে গত সপ্তাহে, ভিড় কমাতে রমজানে বারবার ওমরাহ পালন নিষিদ্ধ করেছে সৌদি আরব।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে দুই বা ততোধিক ওমরাহ করার জন্য অনুমতি দেয়া হবে না। মুসল্লিদের ভিড় কমানোর জন্য ও অন্যদের ওমরাহ করার সুযোগ করে দেয়ার জন্য এ আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]