
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠানরত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) শেষ হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা। মোনাজাতের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০-১১টার মধ্যে হবে বলে জানিয়েছেন মিডিয়া সমন্বয়ক মুহাম্মদ জায়েম। মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ মোনাজাত পরিচালনা করবেন বলেন জানান তিনি।
গত রবিবার ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সকাল ৯টা থেকে সাড়ে ৯টার হয়।
আখেরি মোনাজাত উপলক্ষ্যে শনিবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে টঙ্গী ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম। গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণকক্ষে এ তথ্য জানান তিনি।
মাহবুব আলম বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোডসহ আশপাশের এলাকার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]